Ajker Patrika

সেতুর পাটাতন ভেঙে ১৮ ঘণ্টা চলাচল বন্ধ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১: ৩৮
সেতুর পাটাতন ভেঙে ১৮ ঘণ্টা চলাচল বন্ধ

বান্দরবান-রোয়াংছড়ি সড়কের হানসামাপাড়ার নোয়াপতং খালের ওপর বেইলি সেতুর পাটাতন ভেঙে প্রায় ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে সড়ক বিভাগ গতকাল সোমবার সকাল থেকে কাজ করে পাটাতন ঠিক করলে বেলা ২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে সেতুর ওপর দিয়ে বালু বোঝাই একটি ট্রাক যাওয়ার সময় পাটাতন ভেঙে যায়।

বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রোয়াংছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী অংসুই প্রু মারমা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার সকাল ৯টার দিকে নোয়াপতং খালের ওপর বেইলি সেতুর সংস্কারের কাজ শুরু হয়। সেতুর ভেঙে যাওয়া পাটাতনে প্রায় ৬ ঘণ্টা ঝালাই (ওয়েল্ডিং) করে ঠিক করা হয়। সোমবার দুপুর দুইটার দিকে যানবাহন স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

উপসহকারী প্রকৌশলী জানান, বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক বিভাগ রাস্তার দুই পাশেই সর্বোচ্চ ৫ টন ওজনের যানবাহন চলাচলের বিজ্ঞপ্তি লাগিয়ে দেয়। কিন্তু রোববার সন্ধ্যা ৭টার দিকে বালু বোঝাই অতিরিক্ত ওজনের একটি ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতুর ৩টি পাটাতন উল্টে ভেঙে যায়। এতে রোববার রাত ৭টার পর থেকে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় সড়ক বিভাগ। তবে ঘটনার পর বালু বোঝাই ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে বালু বোঝাই যে ট্রাকটি সেতুর ওপর দিয়ে যাচ্ছিল তা অন্তত ১০-১২ টন ওজনের হবে। এর ভার সইতে না পারায় সেতুর ৩ টি ইস্পাতের (স্টিল) পাটাতন উল্টে যায়। এতে সেতুটি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বান্দরবান সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নোয়াপতং খালের সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই স্থানে একটি পাকা গার্ডার সেতু নির্মাণকাজ গত ৯ ডিসেম্বর শুরু হয়েছে। ৯ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ওই সেতুর কাজ এখন চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত