Ajker Patrika

আপস নিষ্পত্তির কাগজ জমা দিতে গিয়ে থানায় আটক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৪: ৫৮
আপস নিষ্পত্তির কাগজ জমা দিতে গিয়ে থানায় আটক

নওগাঁর মান্দায় চার বন্ধুর মধ্যে মারধরের ঘটনার আপস নিষ্পত্তির কাগজ থানায় জমা দিতে গেলে এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে ২ ঘণ্টা আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেনকে ৫ হাজার টাকা দিয়ে রক্ষা পান তিনি।

ওই ব্যক্তির নাম উজ্জ্বল হোসেন (৪০)। তিনি উপজেলা সদরের বড়পই এলাকার বাসিন্দা। অভিযুক্ত অপর তিন বন্ধু হলেন, কামারকুড়ি গ্রামের হাসমত আলী, বিজয়পুর গ্রামের হামিদুর রহমান ও সুজন আলী।

অভিযোগকারী ব্যক্তির নাম হাফেজ উদ্দিন। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককুসুম্বা গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, মোবাইল ফোনে গান বাজানোকে কেন্দ্র করে ৯ জুলাই রাতে উপজেলার বড়পই গ্রামের রাস্তায় চার বন্ধুর মধ্যে মারামারি হয়। ঘটনায় হাফেজ উদ্দিন নামের এক বন্ধু অপর তিন বন্ধুর বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় মান্দা থানার এসআই জাহিদ হোসেনকে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করে দেওয়া হয়েছে।

উজ্জ্বল হোসেন বলেন, গত শুক্রবার বেলা ১২টার দিকে আপসের কাগজ নিয়ে বাদী ও সাক্ষীসহ চারজন থানায় যান। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু এসআই জাহিদ হোসেন তাঁর কক্ষে ডেকে নিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করার তিনি তাঁকে হাতকড়া পরিয়ে দেন। এভাবে তাঁর কক্ষে তাঁকে দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে ৫ হাজার টাকার বিনিময়ে হাতকড়া খুলে দেন এসআই জাহিদ।

অভিযোগকারী হাফেজ উদ্দিন বলেন, আপস নিষ্পত্তির কাগজ জমা দিতে গিয়ে বন্ধু উজ্জ্বলকে হাতকড়া লাগানোর পর ভয়ে তাঁরা থানা থেকে পালিয়ে যান।

উপজেলা যুবলীগের সহসভাপতি কামরুল ইসলাম পাশা বলেন, উভয় পক্ষ আপস নিষ্পত্তির কাগজ থানায় জমা দিতে যান। এ সময় উজ্জ্বলকে হাতকড়া পরিয়ে দুই ঘণ্টা আটকে রাখা হয়। টাকার বিনিময়ে ছাড়া হয় তাঁকে।

যদিও মান্দা থানার এসআই জাহিদ হোসেন টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি খারাপ হয়েছে। বিষয়টি তিনি দেখছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত