Ajker Patrika

বিএনপির মানববন্ধন ও আ.লীগের মিছিল

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯: ৪৭
বিএনপির মানববন্ধন ও আ.লীগের মিছিল

ঝালকাঠিতে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় বিএনপির জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। অপরদিকে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ মিছিল করেছে। বেলা ১১টায় আদালত চত্বর থেকে এ মিছিল বের হয়।

জানা যায়, বিএনপির মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। বিএনপির কর্মসূচির খবর পেয়ে পুলিশ এসে নেতা–কর্মীদের সরিয়ে দিলে তাঁরা আদালত চত্বরে এসে অবস্থান নেন।

বিএনপির জেলা সদস্যসচিব শাহাদাত হোসেন জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চান তাঁরা।

এদিকে সকাল ১১টায় আদালত চত্বর থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল ও যুগ্ম সম্পাদক তরুণ কর্মকারের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা অংশ নেন।

আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা নৈরাজ্য সৃষ্টি করতে চান।’

থানার ওসি খলিলুর রহমান জানান, শহরের শান্তিশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত