Ajker Patrika

কোম্পানীগঞ্জের ৮ ইউপিতে আজ ভোট

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৫
কোম্পানীগঞ্জের ৮ ইউপিতে আজ ভোট

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আট ইউপিতে আজ ভোট। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে।

গতকাল রোববার সকালে সরকারি মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংবাদ সম্মেলনে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৩ সহস্রাধিক সদস্যকে নিয়ে সাত স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বহিরাগতদের অনুপ্রবেশের বিষয়েও তিনি কঠোর হুঁশিয়ারি দেন। একই সময় নির্বাচনের দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো অনিয়মে না জড়াতে হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, কারও অনিয়ম ধরা পড়লে তাঁর বিরুদ্ধে চাকরিচ্যুতির মতো ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনে আটটি ইউপিতে ৭৮টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৭৫৭ জন এবং নারী ভোটার ৮৮ হাজার ৭৭১ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩০৫ জন প্রার্থী রয়েছেন।

এদিকে নোয়াখালী থেকে চাটখিল প্রতিনিধি জানান, উপজেলার ৩ নম্বর পরকোট ইউপির ৭ নম্বর (খালিশপাড়া-রামদেবপুর) ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পুনর্নির্বাচন হবে আজ। পঞ্চম ধাপে এই ওয়ার্ডে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দুজন সমানসংখ্যক ভোট পাওয়ায় পুনর্নির্বাচন হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত