Ajker Patrika

দেশে এখন ঘরে ঘরে বিদ্যুৎ: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ২০: ৩২
দেশে এখন ঘরে ঘরে বিদ্যুৎ: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগের বিভিন্ন শাখার ১ হাজার ৭০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন বলে দলীয় সূত্রে জানা যায়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘বাংলাদেশ এখন আর গরিবের দেশ নয়, উন্নয়নশীল দেশের তালিকায় লিপিবদ্ধ হয়েছে। দেশে মেট্রোরেলসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। এখন ঘরে ঘরে বিদ্যুৎ। এমনকি বিভিন্ন ধরনের ভাতার বিষয় শেখ হাসিনা ক্ষমতায় না আসলে সম্ভব হতো না।’

মন্ত্রী আরও বলেন, ‘জুড়ী উপজেলার লাঠিটিলায় বঙ্গবন্ধুর নামে সাফারি পার্ক এবং মাধবকুণ্ড জলপ্রপাতে কেবল কার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ নুরুল ইসলাম নাহিদ। প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।

সভায় জানানো হয় দলের উপজেলা ও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শতকরা ৮০ ভাগ কমিটির মেয়াদ উত্তীর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত