Ajker Patrika

হবিগঞ্জে বেড়েছে শিশু রোগী

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বেড়েছে শিশু রোগী

হবিগঞ্জ জেলায় জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। গত দুই দিনে সদর হাসপাতালে দুই শতাধিক শিশু ঠান্ডাজনিত রোগে ভর্তি 
হয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় মেঝে ও বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে শিশুদের।

গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের পঞ্চম তলায় শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওয়ার্ডটিতে তিল ধারণের জায়গা নেই। নিরুপায় হয়ে স্বজনেরা ওয়ার্ডের মেঝে ও বারান্দাতে শিশুদের চিকিৎসা করাচ্ছেন।

শারমিন আক্তার নামে এক শিশুর মা বলেন, ‘গত রোববার বিকেলে হঠাৎ করে আমার ৮ মাসের সন্তানের শ্বাসকষ্ট শুরু হয়। এ কারণে তাৎক্ষণিক হাসপাতালে এনে ভর্তি করেছি। তবে এখানে সিট নেই। এ জন্য বারান্দায় আশ্রয় নিয়েছি।’

শিশু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত একজন নার্স জানান, এই ওয়ার্ডে মাত্র ৭০টি সিট রয়েছে। গত রোববার ও গতকাল ২০০ শিশু জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মমিন উদ্দিন চৌধুরী বলেন, শীত আসামাত্রই শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। হবিগঞ্জ হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় ভুগছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত