Ajker Patrika

লবণের ন্যায্যমূল্য ও আমদানি বন্ধে স্মারকলিপি

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ১৯
লবণের ন্যায্যমূল্য ও আমদানি বন্ধে স্মারকলিপি

লবণের ন্যায্যমূল্য ও বিদেশ থেকে আমদানি বন্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন কক্সবাজারের কুতুবদিয়ার লবণচাষিরা। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে লবণচাষিরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাসহ লবণ শিল্পকে গুরুত্বের সহকারে নিয়ে জাতীয় লবণ নীতিমালা প্রণয়নের দাবি জানান। এ ছাড়া প্রান্তিক লবণচাষিদের ব্যাংক লোন সুবিধা ও লবণের ন্যায্যমূল্য নির্ধারণ করে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ করার দাবি জানান।

এ বিষয়ে লবণ ব্যবসায়ী আজমগীর মাতবর বলেন, ‘সবকিছুর দাম বাড়ছে। তবে লবণের মতো গুরুত্বপূর্ণ খাতটি অযত্নে রয়ে গেছে। লবণচাষিরা পরিবারকে খাওয়াতেই পারছেন না। লবণ বাইরে থেকে আসুক আপত্তি নেই, কিন্তু সরকার আমদানি করা লবণের কর বেশি করে আদায় করুক। এতে আমাদের এই ক্ষতিটাও কমে আসেব।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী বলেন, ‘চাষিদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। এটি গুরুত্ব সহকারে দেখা হবে।

স্মারকলিপি দেওয়ার সময় লবণ ব্যবসায়ী নাছির উদ্দিন, নজরুল ইসলাম, মোহাম্মদ বাবুল, চাষি মো. সেলিম, আতিকুল ইসলাম, জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত