Ajker Patrika

গাজীপুর-৫: ব্যতিক্রম হতে চান ঊর্মি

গাজীপুর ও কালীগঞ্জ প্রতিনিধি
গাজীপুর-৫: ব্যতিক্রম হতে চান ঊর্মি

দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর একাংশ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী ঊর্মি। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে লড়ছেন। বিজয়ী হয়ে তিনি মানুষের পাশে থাকতে চান। চান মাদকমুক্ত সমাজ গড়তে। তাই নির্বাচনে শেষ পর্যন্ত লড়তেও চান তিনি।

ঊর্মি বলেন, ‘আমি জানি, সবাই আমাকে ভালোবাসে। আমি ধনী-গরিব সবার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারব। এ প্রত্যাশা থেকে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।’

ঊর্মি আরও বলেন, ‘আমাদের সমাজটা অন্য রকম। নেশাগ্রস্ত থাকে, অভাব-অনটনে থাকে। আমি যদি নির্বাচিত হই, সব সময় দুঃখী মানুষের পাশে থাকব। আমি চাইব, আমার এলাকায় যেন নেশার দ্রব্যের প্রভাব না পড়ে। আমি যথাসাধ্য চেষ্টা করব সমাজ থেকে এ জিনিসটা দূর করতে। আশা করি, মানুষ আমাকে ভোট দিয়ে তাদের পাশে থাকার সুযোগ দেবে।’

ঊর্মির বাড়ি গাজীপুর মহানগরীর পুবাইল থানার বারইবাড়ি এলাকায়। হলফনামার তথ্য অনুযায়ী, ঊর্মির নামে কোনো মামলা নেই। তিনি স্বশিক্ষিত। ঊর্মির কোনো কৃষি বা অকৃষি জমি নেই। তাঁর কোনো বাড়ি-গাড়ি নেই। এ ছাড়া আর কোনো আর্থিক প্রতিষ্ঠান অথবা অন্য কোনো খাতে কোনো বিনিয়োগ বা কোনো জমানো টাকা নেই ঊর্মির। তবে ব্যবসা থেকে বার্ষিক আয় ১ লাখ ৮০ হাজার টাকা। ঊর্মির কাছে নগদ আছে ৮ লাখ টাকা। এ ছাড়া আছে পাঁচ ভরি স্বর্ণ। ঊর্মির ব্যবহারের জন্য ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে আছে টিভি, ফ্রিজ, এসি ও ফ্যান। আর আসবাবের মধ্যে আছে খাট, সোফা ও ডাইনিং টেবিল।

গাজীপুর-৫ আসনে ঊর্মিসহ ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি (নৌকা প্রতীক)। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান (ট্রাক প্রতীক)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত