Ajker Patrika

ঝরে পড়া শিক্ষার্থীরা পেল নতুন বই

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ৫২
ঝরে পড়া শিক্ষার্থীরা পেল নতুন বই

ঝরে পড়া শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হয়েছে। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলার কর্মকর্তা জুলেখা শারমিন, উপজেলার প্রোগ্রাম ম‍্যানেজার মিজানুর রহমান, সাংবাদিক শাহিনুর আক্তার, বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও মাঠ পরিদর্শকেরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি-৪ বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার শতভাগে করতে, ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। যেমন বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ, উপবৃত্তি প্রদান, মিড ডে মিল, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত কমানো ইত্যাদি।

উপজেলার শিক্ষা অফিসার জুলেখা শারমিন বলেন যে, ‘প্রাথমিক শিক্ষার পাশাপাশি আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম দেখে খুবই আনন্দিত হয়েছি। সরকারকে ধন্যবাদ জানাই ঝড়ে পড়া বাচ্চাদের আবার পড়ার সুযোগ করে দেওয়ার জন‍্য।’

বেলাব উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘এই বছর বেলাবতে ৭টি ইউনিয়নে ৭০টি কেন্দ্রে মোট ২১০০ শিক্ষার্থীর মধ্যে নতুন বই দেওয়া সুযোগ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি শিক্ষিত জাতি তৈরির জন‍্য নেওয়া এই উদ্যোগের জন্য মাননীয় শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত