Ajker Patrika

নির্বাচনী সহিংসতায় বাউফলে আহত ২০

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১১: ৩৪
নির্বাচনী সহিংসতায় বাউফলে আহত ২০

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে বাউফল উপজেলায় ফের সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় পূর্ব নওমালা গ্রামে নৌকা ও ঘোড়া প্রতীকের কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন কর্মী–সমর্থক আহত হয়েছেন।

গুরুতর আহত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, নৌকা প্রতীকের সমর্থক নজরুল ইসলাম (৪৫), সাইফুল ইসলাম (২৫), রিয়াজ মৃধা (২০), মনির হোসেন এবং ঘোড়া প্রতীকের সমর্থক শাহিন ইসলাম (২০), ইমরান হোসেন (২৫) ও হেলাল উদ্দিন (২০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী কামাল হাসেন বিশ্বাসের কর্মী নজিরের সঙ্গে ঘোড়া প্রতীকের প্রার্থী শাহজাদা হাওলাদারের সমর্থক শাহিনের তর্ক হয়। একপর্যায়ে ঘোড়া প্রতীকের কর্মীরা নৌকার কর্মী নাজিরকে মারধর করে। এ ঘটনা জানাজানি হলে নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে ২০–২৫ জন কর্মী ঘটনাস্থলে গিয়ে শাহিনকে কুপিয়ে জখম করে। এরপর ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ২০ নেতা–কর্মী আহত হন।

এর আগে গত শুক্রবার রাতে ঘোড়া মার্কার কয়েকজন সমর্থক নওমালার ৪ নম্বর ওয়ার্ডের নৌকা প্রতীকের কর্মী সোহরাব সিকদার ও নুরু সিকদারের দোকান ভাঙচুর ও লুটপাট করে। একই রাতে ওই ওয়ার্ডের নৌকা প্রতীকের সমর্থকেরা ঘোড়া মার্কার সমর্থক আফজাল মজুমদারের ঘরে হামলা করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘নওমালা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত