Ajker Patrika

কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে: বাহার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৯
কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে: বাহার

কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ‘সব ক্ষেত্রে এগিয়ে আছে কুমিল্লা। কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে। আমরা সব চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাব।’ গতকাল শুক্রবার নগরীর বারপাড়ায় রোকেয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার আরও বলেন, ‘করোনা মহামারি, ডেঙ্গুসহ সব বিপর্যয়ে কুমিল্লা দ্রুত সাড়া দিয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি ব্যবস্থাপনার আগেই আমরা আইসিইউর শয্যা স্থাপন করেছি। তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউর ১০টি শয্যা ছিল আর কুমিল্লায় ছিল ১৯টি শয্যা। এখন আছে ৩০টি শয্যা।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। রোকেয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান বেগম রোকেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবু ফয়েজ খান চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিটের সভাপতি মো. কাইমুল হক রিংকু, স্বাচিব কুমিল্লার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, ৬ নম্বর জগন্নাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, ক্লিনিং আর্নাস অ্যাসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক রইস আবদুর রব প্রমুখ।

বৃহত্তর কুমিল্লা নিয়ে বিভাগ প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার জানিয়েছেন, কুমিল্লা নামে বিভাগ হবে না। স্থানীয় সাংসদসহ অধিকাংশই কুমিল্লা নামে বিভাগ দাবি করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত