Ajker Patrika

মনিরামপুরে টিকা নিল ৯৩৯ পরীক্ষার্থী

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৪: ৫২
মনিরামপুরে টিকা নিল  ৯৩৯ পরীক্ষার্থী

মনিরামপুরে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চারটি কলেজের ৯৩৯ জন পরীক্ষার্থী ফাইজারের টিকা নিয়েছে।

এর মধ্যে সরকারি কলেজের ৩৫৯ জন, মহিলা ডিগ্রি কলেজের ৩৬৪ জন, বালিয়াডাঙা খানপুর কলেজের ১০৯ জন ও মাতৃভাষা কলেজের ১০৭ জন টিকা নিয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ টিকাদানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার জানান, মঙ্গলবার (আজ) ও আগামীকাল বুধবার একই স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। তিন দিনে উপজেলার ১৮টি কলেজের ২ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে।

এদিকে মনিরামপুরে ইউনিয়ন ভিত্তিক গণটিকার দ্বিতীয় ডোজ চলছে। আজ মঙ্গলবার উপজেলার রোহিতা, খেদাপাড়া, ঢাকুরিয়া, হরিদাসকাটি, হরিহরনগর, ঝাঁপা, মশ্মিমনগর ও চালুয়াহাটি ইউনিয়নে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত ২ হাজার করে ১৬ হাজার সিনোফার্ম টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এর আগে গত শনিবার উপজেলার ৮টি ইউনিয়নে ২ হাজার করে ১৬ হাজার জনকে এ টিকা দেওয়া হয়েছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত