Ajker Patrika

দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা

হোমনা প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১২: ৩৪
দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ  স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি হাসপাতালের ও ডায়াগনস্টিক সেন্টারের দালাল এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বেড়েছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন হাসপাতালের চিকিৎসক-কর্মচারীসহ রোগীরা। গতকাল সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফাদলুল আজিম আবরার এ অভিযোগ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফাদলুল আজিম আবরার অভিযোগ করে বলেন, ‘আমরা শত চেষ্টা করেও দালালদের প্রতিরোধ করতে পারছি না। এ ছাড়া চিকিৎসকেরা রোগীদের ব্যবস্থাপত্রে ভালো ওষুধের নাম লিখে দিলেও সেসব বাদ দিয়ে বেশি লাভের জন্য দোকানিরা কৌশলে বাজে ওষুধ রোগীদের ধরিয়ে দিচ্ছেন।’ তিনি আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেক সরকার প্রমুখ।

সভায় হোমনা বাজারের যানজট নিরসন, মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাই এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়।

এদিকে সভায় সদ্য দায়িত্বপ্রাপ্ত চন্দেরচর ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হককে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুল দিয়ে বরণ করে নেন।

অভিযোগের বিষয়ে ইউএনও রুমন দে বলেন, ‘রোগীদের স্বার্থে এ পর্যন্ত উপজেলা পরিষদ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৪০ লাখ টাকা দেওয়া হয়েছে। কোনোভাবেই কাউকে হাসপাতালের পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।’

এ সময় ইউএনও উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাখতে ইউপি চেয়ারম্যানদের সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত