Ajker Patrika

যেই বাসে সমাবেশে সেই বাসে থানায়!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১০: ১১
যেই বাসে সমাবেশে সেই বাসে থানায়!

৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল বুধবার বেলা ৩টায় সমাবেশের আয়োজন করে নগর বিএনপি। ৪-৫টি বাসে করে উত্তর ও দক্ষিণ জেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন।

বিপুল নেতা-কর্মীর উপস্থিতিতে প্রেসক্লাবের সামনের সড়কসহ আশপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

কিছুক্ষণ সমাবেশ চলার পর পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল ছুড়লে পুলিশ লাঠিপেটা তাঁদের করেন। এতে পণ্ড হয়ে যায় বিএনপির সমাবেশ। সমাবেশস্থল থেকে বিএনপির ৪৯ নেতা-কর্মীকে আটক করে বিপাকে পড়ে পুলিশ।

ঘটনাস্থলে পুলিশের বড় ভ্যান না থাকায় বিএনপির নেতা-কর্মীরা যেসব বাসে সমাবেশে যোগ দিয়েছিলেন, সেই বাসের একটিতে গাদাগাদি করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত বিএনপির ৪৯ জনকে আটক করা হয়েছে।’

এর প্রতিবাদ জানিয়ে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, এমন ঘটনা ঘটেনি যে, ৪৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত