Ajker Patrika

ডায়াবেটিসের রোগী ব্যাপক আকারে বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ৫৩
ডায়াবেটিসের রোগী ব্যাপক আকারে বাড়ছে

দেশে ডায়াবেটিস ব্যাপক আকারে বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। গতকাল রোববার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বারডেম হাসপাতাল মিলনায়তনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, ‘ডায়াবেটিস ব্যাপক আকারে বাড়ছে। আমরা সকাল সকাল উঠে সূর্য দেখি না, ব্যায়াম করি না, ইনঅর্গানিক খাবার খাচ্ছি। এতে দীর্ঘ মেয়াদে শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত চিকিৎসা করতে হবে, জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, ‘ডায়াবেটিক মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। ২০৩০ সালের মধ্যে পৃথিবীতে ডায়াবেটিক রোগীর সংখ্যা দাঁড়াবে ৫৮ কোটি। বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৮৪ লাখ। অপরিকল্পিত নগরায়ণ এবং পরিবর্তিত খাদ্যাভ্যাসের কারণে দিন দিন এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’

সভায় বক্তব্য দেন সমিতির সহসভাপতি আব্দুল মুয়ীদ চৌধুরী, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী, বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক ডা. ফারুক পাঠান, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন প্রমুখ। এদিকে গতকাল বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডায়াবেটিসের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত