Ajker Patrika

হলিউডে বসে শাহরুখকে প্রিয়াঙ্কার খোঁচা

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১০: ২৮
হলিউডে বসে শাহরুখকে প্রিয়াঙ্কার খোঁচা

এককালে শাহরুখ খানের ডাই হার্ড ফ্যান ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘ডন’ সিরিজের দুটি সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ পান। পরবর্তী সময়ে তাঁরা খুব ভালো বন্ধু হয়ে ওঠেন। ওই সময়ে তাঁদের মধ্যে প্রেমের গুঞ্জন ওঠে। ভারতের সংবাদমাধ্যমে এ নিয়ে বিস্তর লেখালেখি শুরু হলে বেঁকে বসেন শাহরুখের স্ত্রী গৌরী খান।

স্ত্রীর আপত্তির কারণে প্রিয়াঙ্কার সঙ্গে আর কাজ করা হয়নি শাহরুখের। গুঞ্জন রয়েছে, গৌরী খান-করণ জোহরের প্রভাবে বলিউডে একঘরে হয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা। অনেকটা বাধ্য হয়েই বিকল্প পথ খুঁজছিলেন। একসময় ‘কোয়ান্টিকো’ সিরিজ দিয়ে পশ্চিমের দেশে পরিচিত হয়ে ওঠেন প্রিয়াঙ্কা। ২০১৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম হলিউড সিনেমা ‘বেওয়াচ’। এখন তো সেখানেই পাকাপাকি আসন তৈরি করে নিয়েছেন প্রিয়াঙ্কা। আগামী ২৮ এপ্রিল আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে তাঁর নতুন হলিউড সিরিজ ‘সিটাডেল’।

সম্প্রতি এ সিরিজের প্রচারে গিয়ে শাহরুখকে খোঁচা মেরে কথা বললেন প্রিয়াঙ্কা। বিরোধিতা করলেন শাহরুখের করা একটি মন্তব্যের। কিছুদিন আগে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, তিনি হলিউডে কাজ করতে চান কিনা। উত্তরে অভিনেতা বলেছেন, ‘আমি ওখানে যাব কেন? বলিউডেই আমি আরামে আছি।’ সিটাডেল সিরিজের প্রচারে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আরাম শব্দটা আমার কাছে একঘেয়ে। আমি অহংকারী নই। আমি নিজের ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী। নিজের দেশের সাফল্য়ে ভর করে অন্য দেশে কাজ করতে চাই না। এখনো আমি নতুন কাজের জন্য অডিশন দিতে পছন্দ করি।’

 প্রিয়াঙ্কা চোপড়াপ্রিয়াঙ্কা চোপড়া আরও বলেন, ‘আমি ভীষণ প্রফেশনাল। আমার আশপাশের মানুষের জিজ্ঞেস করলে ওরা এটাই বলবে। কিন্তু আমি সেটাকে নিয়ে গর্ব করি না। আমার বাবা আর্মিতে ছিলেন। উনি আমাকে ডিসিপ্লিনের গুরুত্ব শিখিয়েছেন। কাজের চেয়ে আমি নিজের ইগোকে বড় করে দেখি না।’ এ কথা বলে শাহরুখকেই যে খোঁচা দিয়েছেন অভিনেত্রী, তা আর কারও বোঝার বাকি নেই।

 প্রিয়াঙ্কা চোপড়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত