Ajker Patrika

সেনাসদস্য হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৩: ০২
সেনাসদস্য হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহের সেনাসদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। গতকাল বুধবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এই রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া আসামিদের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের আকিমুল ইসলাম ও মতিয়ার রহমান, বোড়াই গ্রামের মো. মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সদরের ভুলতিয়া গ্রামের ডালিম মোল্লা, আসাননগর গ্রামের মো. আব্বাস আলী, আবুল কাশেম ও ফারুক হোসেন এবং এনায়েতপুর গ্রামের মো. মুক্তার হোসেন। তাঁদের মধ্যে মতিয়ার রহমান, মুক্তার হোসেন ও ডালিম মোল্লা পলাতক। ডালিম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সৌদি আরবে অবস্থান করছেন।

২০১৮ সালের ১৮ আগস্ট রাতে বদরগঞ্জ বাজার (দশমাইল) থেকে ছোট ভাই নৌবাহিনীর করপোরাল মনিরুল ইসলাম ও শ্বশুর শামসুল মোল্লাকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরায় (পশ্চিমপাড়া) ফিরছিলেন সাইফ। পথে বেলতলাদাড়ির মাঠ নামক স্থানে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় তাঁকে। নিহত সেনাসদস্য টাঙ্গাইল সালাউদ্দিন সেনানিবাসের মেডিকেল ট্রেনিং সেন্টারে সৈনিক পদে কর্মরত ছিলেন। এ হত্যাকাণ্ডের এক দিন আগে ঈদের ছুটিতে বাড়ি যান তিনি।

এ ঘটনায় নিহতের বাবা মো. হাফিজ উদ্দিন বিশ্বাস বাদী হয়ে ২০১৮ সালের ১৯ আগস্ট ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর পরই এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সদর উপজেলার বংকিরা গ্রামের (১ নং) আসামি আকিমুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর দেওয়া তথ্যমতে, হত্যায় ব্যবহার করা দা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এবং হত্যার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করে দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত