Ajker Patrika

‘নৈতিক অবস্থানে নিয়ে যেতে হবে নিজেদের’

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৪: ২৬
‘নৈতিক অবস্থানে নিয়ে যেতে হবে নিজেদের’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, ‘উন্নত দেশ গড়ার ক্ষেত্রে আমরা যতটা এগিয়ে গেছি নৈতিকতার দিক দিয়ে কিন্তু ততটা এগিয়ে যেতে পারিনি। তাই উন্নতিসাধনের পাশাপাশি নৈতিক অবস্থানে নিয়ে যেতে হবে নিজেদের। তা না হলে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়।’

সিলেটে গতকাল সোমবার ‘প্রাণীজাত খাদ্যের বৈশ্বিক নিরাপত্তায় কিউসি ল্যাবের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সচিব আরও বলেন, প্রাণীজাত খাদ্যের আন্তর্জাতিক মান বজায় রাখতে সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে অত্যাধুনিক ‘কোয়ালিটি কন্ট্রোল (কিউসি) ’ ল্যাব স্থাপন করেছে।

নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা।

কিউসি ল্যাবের সিনিয়র সায়েন্টিস্ট চৈতি ঢালির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত হোসেন চৌধুরী ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ড. অমলেন্দু ঘোষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত