Ajker Patrika

কেন্দ্রীয় তালিকায় নাম না পাঠানোর অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ৫৬
কেন্দ্রীয় তালিকায় নাম না পাঠানোর অভিযোগ

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম না পাঠানোর অভিযোগ করেছেন ভক্তি রানী নামের এক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। গতকাল বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার দেওগাঁও চেরাডাঙ্গী বাজার এলাকায় তিনি সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে ভক্তি রানী বলেন, ‘আমি জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ইউনিয়ন মহিলা লীগের ক্রীড়া সম্পাদক ছিলাম। পরবর্তীতে ২০১১ সালে ইউপি সদস্য নির্বাচিত হই। ২০১৩ সালে উপজেলা নারী ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। ২০১৬ সালে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করি। ২০১৮ সালে জেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচন করি। এ বারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী হয়ে প্রচারণা চালাই।’

ভক্তি আরও বলেন, ‘গত ৭ নভেম্বরের ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটিতে পাঠানো নামের তালিকায় আমার নামটি বাদ দেওয়া হয়েছে। ওই সভায় গুটিকয়েকজনের তালিকা করে নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

এ বিষয়ে সালন্দর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মাজেদুল হক বলেন, ভক্তি রানী গত নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। এ কারণে তাঁর নাম পাঠানো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত