Ajker Patrika

দুই প্রার্থীর নানা অভিযোগ

বরগুনা প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১১: ৪১
দুই প্রার্থীর নানা অভিযোগ

বরগুনা জেলায় দ্বিতীয় ধাপে মাত্র একটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর উপজেলার এম বালিয়াতলী ইউপিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতীক বরাদ্দের পর আটঘাট বেঁধে প্রচারে নামেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা। কিন্তু স্বতন্ত্র দুজন চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ করেন।

এম বালিয়াতলীতে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে নাজমুল ইসলাম নাসিরকে। নাসিরের বিপরীতে ওই ইউপিতে আনারস প্রতীক নিয়ে আবদুল বারী বাদল এবং ঘোড়া প্রতীক নিয়ে গোলাম সরোয়ার শাহিন নির্বাচনে অংশ নিচ্ছেন।

নাজমুল ইসলাম নাসির এম বালিয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পেশায় আইনজীবী। এ ছাড়া আবদুল বারী বাদল এম বালিয়াতলী ইউপির সাবেক চেয়ারম্যান। এ ছাড়া গোলাম সরওয়ার শাহীন সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান মিয়ার ছেলে।

গত বুধবার প্রতীক বরাদ্দের পর থেকে চেয়ারম্যান প্রার্থী তিনজনই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটাররাও পর্যবেক্ষণ করছেন প্রার্থীদের। বিভিন্ন শ্রেণিপেশার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দলীয় পরিচয় নয়, যোগ্যতার মাপকাঠিতে ভোট দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখবেন ভোটারেরা। বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থায় তৃণমূল পর্যায়ে থেকে কাজ করে থাকেন ইউপি চেয়ারম্যানেরা। সে ক্ষেত্রে তিনজন প্রার্থীর মধ্যে যোগ্যতা বিবেচনা করেই তাঁরা ভোটাধিকার প্রয়োগ করবেন।

নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসিরের পক্ষে ইতিমধ্যে প্রচারে নেমেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। এ ছাড়া ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নাজমুল ইসলাম নাসিরের পথসভায় বক্তব্য দিচ্ছেন। তবে অপর দুই প্রার্থী ইতিমধ্যেই নাসিরের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়া ও কর্মী–সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন।

আনারস প্রতীকের প্রার্থী আবদুল বারি বাদল গত ২৪ অক্টোবর সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থী নাসিরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন। এ ছাড়া প্রচারণার পরিবেশ বিশৃঙ্খল করারও অভিযোগ করেন তিনি। স্বতন্ত্র প্রার্থীরা তাঁদের মুষ্টিমেয় কর্মী ও সমর্থকদের নিয়ে পথসভা ও গণসংযোগের কাজ করে যাচ্ছেন।

আনারস প্রতীকের প্রার্থী বাদল বলেন, ‘নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের নেতা–কর্মীরা গণসংযোগ করছেন। আমাদের জনতাই সম্বল। সাধারণ মানুষ নিয়েই আমি গণসংযোগ চালাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘নৌকার পক্ষে নেতারা আছেন, কিন্তু আমার পক্ষে জনতা আছেন। আশা করি তাঁদের ভোটে আমি আবার নির্বাচিত হব।’

ঘোড়া প্রতীক নিয়ে অপর স্বতন্ত্র প্রার্থী গোলাম সরওয়ার শাহীনও এক প্রকার নিভৃতে গণসংযোগ চালাচ্ছেন। শাহীন বলেন, ‘জনগণের দাবিতে প্রার্থী হয়েছি। আমি সব সময়ই এলাকার মানুষের বিপদ আপদে পাশে থেকে সাধ্যমতো সেবা দিয়ে এসেছি। সাধারণ মানুষই আমার শক্তি। আমি সেই শক্তিকে কাজে লাগিয়ে নির্বাচিত হব বলে আশা করি।’

নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসির বলেন, ‘রাজনীতিতে এখন তরুণদের জয়জয়কার। তরুণেরা শক্তি, সামর্থ্য, বুদ্ধি ও পরামর্শ দিয়ে দেশ–জাতির কল্যাণে নিবেদিত। আমিও একজন তরুণ প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চাই।’

প্রভাব বিস্তার ও হুমকির অভিযোগ প্রত্যাখ্যান করে নাসির বলেন, ‘নৌকার পক্ষে জনস্রোত দেখে তাঁরা ভীত। তাই তাঁরা এখন এসব বলে বেড়াচ্ছেন।’

জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, ‘কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত