Ajker Patrika

তবু সংস্কার হচ্ছে না সেতুটি

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১৭
তবু সংস্কার হচ্ছে না সেতুটি

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ডায়ের গজারিয়া গ্রামে খালের ওপর সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। ঝুঁকি নিয়েই এলাকার হাজারো মানুষ সেতুটি দিয়ে যাতায়াত করছেন। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ করার দাবি এলাকাবাসীর।

সরেজমিন জানা যায়, ঢাকা-দোহার-শ্রীনগর সড়কের মুকসুদপুর পদ্মা কলেজ থেকে সড়কটি শুরু হয়ে আল-আমীন বাজার হয়ে নিকড়া এলাকার জয়পাড়া-গালিমপুর-টিকরপুর সড়কের সঙ্গে মিলিত হয়েছে। ১৯৮৯ সালে ডায়ারকুমের খালের ওপর এলজিইডি সেতুটি নির্মাণ করে। সর্বশেষ ২০১৯ সালে সেতুর দুই পাশের সড়কটির সংস্কারের কাজ করা হয়। কিন্তু সেতুটি মেরামত করা হয়নি। এর পর থেকে সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও সেতুটি মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ডায়ারকুম গ্রামের রতন চোকদার বলেন, ‘সেতুটি খুবই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ইতিমধ্যে সেতুটির দুই পাশের রেলিংও ভেঙে গেছে। গত বছর সেতুর মাঝের অংশের পলেস্তারা খসে যাওয়ায় চলাচল বন্ধ ছিল। পরে এলাকাবাসীর উদ্যোগে তা মেরামত করা হয়। এক সপ্তাহ আগে আবার সেতুর মাঝের কিছু অংশের পলেস্তারা খসে পড়ে। পরে আমরা এলাকাবাসী ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে দিই। তাতে সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট ছোট যান।’

পার্শ্ববর্তী বোয়ালী গ্রামের গৃহবধূ শিউলী আক্তার বলেন, ‘কয়েক বছরে বর্ষা মৌসুমে পদ্মা নদীর সঙ্গে যুক্ত ডায়ারকুম খালের স্রোতে সড়কটির একটি অংশের গাইড ওয়াল ভেঙে যায়। এখন সেতুটির অবস্থাও নাজুক। সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা।’

ওই এলাকার কৃষক মাসুদ রানা বলেন, ‘সুতারপাড়া গ্রাম থেকে আমরা কয়েকজন কৃষক আড়িয়াল বিলে ঘাস কাটতে আসি। এখান দিয়ে গেলে আল্লাহকে স্মরণ করি। সেতুটি ভেঙে গেলে পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হবে।’

ওই এলাকার আরেক বাসিন্দা চান মোল্লা (৫৫) বলেন, ‘সেতুটি খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। কয়েকবার ভেঙেও গিয়েছে। পাশের রেলিংও ভেঙে গেছে। ঝুঁকির মধ্য দিয়েই এই সেতুটি দিয়ে আমরা চলাচল করি। না জানি কোন সময় সেতুটি ভেঙে পড়ে যায়, সেই চিন্তায় থাকি যাওয়ার সময়।’

তিনি আরও বলেন, ‘এই সেতু দিয়ে আমাদের চেয়ারম্যান যান না এমন কোনো দিন নাই। তবুও তিনি এটি মেরামত করাচ্ছেন না। এই সেতুর পরিবর্তে অন্য একটা সেতু করার কথা ছিল। কিন্তু সেটার কাজও বন্ধ হয়ে আছে।’

এ বিষয়ে স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুরুজ ব্যাপারী বলেন, ‘সেতুটি আগেও একবার ভেঙেছে। এলাকাবাসী ঠিক করেছেন। কয়েক দিন আগে আমাকে এলাকার লোকজন বলেছেন, সেতুটির এক পাশ ভেঙে গেছে। কয়েক বার লোক এসে মেপেও নিয়ে গেছে। কিন্তু কাজ কেন হচ্ছে না, সেটা আমিও জানি না। উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলে দেখি কী করা যায়।’

এ বিষয়ে মুন্সিগঞ্জ রেঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান বলেন, ‘বিষয়টি আমাদের জানা আছে। এ সড়ক ও সেতুর সমস্যা সমাধানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...