Ajker Patrika

ভোটযুদ্ধে লড়ছেন দেড় হাজার প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২: ৩৫
ভোটযুদ্ধে লড়ছেন দেড় হাজার প্রার্থী

তৃতীয় ধাপে কুমিল্লার তিনটি উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ২৮ নভেম্বর। এসব ইউপিতে চেয়ারম্যান, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১ হাজার ৪৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ৪৮ জন চেয়ারম্যান প্রার্থী, ৮৫ জন সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য এবং ৩৪১ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাউদকান্দির ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ৬০ জন চেয়ারম্যান প্রার্থী, ১১৫ জন সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য এবং ৪২২ জন সাধারণ ওয়ার্ড সদস্য পদে লড়ছেন। হোমনা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৯০ জন সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য এবং ২৯৩ জন সাধারণ ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই তিন উপজেলার ৩০টি ইউপিতে ২৮৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে বরুড়ায় রয়েছে ৯২টি কেন্দ্র, হোমনায় ৮৩টি এবং দাউদকান্দিতে ১১১টি কেন্দ্র রয়েছে। এসব ইউপিতে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ১১ হাজার ৮০০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত