Ajker Patrika

দুই পাশের রেলিং ভাঙা ঝুঁকিতে সেতু পারাপার

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২৮
দুই পাশের রেলিং ভাঙা ঝুঁকিতে সেতু পারাপার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় একটি সেতুর দুই পাশের রেলিং ভেঙে গেছে। এ কারণে সেতুতে ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও যানবাহন। যেকোনো সময় রেলিংয়ের মতো সেতুটিও ভেঙে পড়ার আশঙ্কা করছেন মানুষ। স্থানীয়রা বলছেন, অনেক দিন ধরে সেতুর রেলিং ভেঙে পড়ে আছে। খুব সাবধান হয়ে চলাচল করতে হয় পথচারী ও চালকদের। দ্রুত ভেঙে সেতুটি নতুন করে নির্মাণ করা হোক। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, এই রাস্তা ও সেতু সড়ক ও জনপদের (সওজ) অন্তর্গত। তাঁরা এ ব্যাপারে কিছু বলতে পারছে না।

সরেজমিনে দেখা যায়, কুলিয়ারচরের আগরপুর থেকে পুরাদিয়া বাজারে যাওয়ার পথের লক্ষ্মীপুর মধ্যপাড়ায় সেতুটি অবস্থিত। সেতুর দুই পাশের রেলিং ভেঙে গেছে। পুরোনো এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারী। এ ব্যাপারে গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক আবুবক্কর বলেন, ‘আমি চেয়ারম্যান হয়েছি নতুন। এই রাস্তা ও সেতুর ব্যাপারে আমার জানা ছিল না। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জেনেছি। শিগগির আমরা সেতুটির নির্মাণকাজের উদ্যোগ নেব।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, ‘এই রাস্তা ও সেতু আমাদের আওতাধীন নয়। এটা সড়ক ও জনপদের রাস্তা। তাই এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত