Ajker Patrika

পাংশায় চাল চুরির মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫: ৩৩
পাংশায় চাল চুরির মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান

সরকারি চাল চুরির মামলায় পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান মন্ডলকে (৪৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। গত মঙ্গলবার জেলা দায়রা জজ আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় কোর্ট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানা গেছে। সিদ্দিকুর রহমান উপজেলার চরমৌদিপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ২০২০ সালের ১৯ এপ্রিল সিদ্দিকুর রহমানের বাঁশআরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত নিজস্ব গুদাম থেকে ৩০ কেজির ১৩৪ বস্তা সরকারি চাল এবং এক কেজি ওজনের ১৩৫ প্যাকেট পাট বীজ উদ্ধার করে পাংশা থানা–পুলিশ। ওই দিনই পাংশা মডেল থানার উপপরিদর্শক ননী গোপাল গুদামের সামনের দোকানি আব্দুর রাজ্জাক শাহকে প্রধান আসামি এবং সিদ্দিকুর রহমানকে দুই নম্বর আসামি করে মামলা করেন। মামলায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। এ ঘটনার পরে ইউপি চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হন সিদ্দিকুর। পরে হাইকোর্ট থেকে তিনি জামিন নেন।

কোর্ট পুলিশ পরিদর্শক জানান, মঙ্গলবার জামিনের জন্য আবেদন করেন সিদ্দিকুর। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোফায়েল আহমেদ হাসপাতালে

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

ধর্ষণ মামলার আসামি এএসপি, তদন্তে হস্তক্ষেপের অভিযোগ নারীর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত