Ajker Patrika

ডিজিটাল বাংলাদেশ দিবসে শোভাযাত্রা

আগৈলঝাড়া ও গৌরনদী প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৭
ডিজিটাল বাংলাদেশ দিবসে শোভাযাত্রা

আগৈলঝাড়া ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ প্রতিপাদ্যে গতকাল রোববার বরিশালের আগৈলঝাড়ায় উদ্‌যাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। উপজেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে এটি হয়। ডিজিটাল বাংলাদেশ দিবস এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ প্রমুখ। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।

গৌরনদী প্রতিনিধি ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা হলরুমে ডিজিটাল বাংলাদেশের অর্জন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত