Ajker Patrika

প্লাস্টিকের বোতল দিয়ে টব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১০: ২৯
প্লাস্টিকের বোতল  দিয়ে টব

পরিবেশদূষণের জন্য প্লাস্টিক যে ভীষণভাবে দায়ী—এ কথা তো তোমরা সবাই জানো, তাই না? পানি, তেল, বেভারেজ বা শ্যাম্পু শেষ হওয়ার পর প্লাস্টিকের বোতলগুলো আমরা ময়লার ঝুড়িতে ফেলে দিই, যা কিনা শেষমেশ জমা হয় শহরের বাইরের উন্মুক্ত কোনো জায়গায়। কখনো ফেলে দেওয়া এসব প্লাস্টিকের বোতল নদী বা জলাশয়ের পাড়ে জমে থাকে, যা মাটির জন্য ক্ষতিকারক ও জলজপ্রাণীর বেঁচে থাকার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাই এসব প্লাস্টিকের বোতল যদি বাড়িতেই পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। আর এভাবে তুমিও পরিবেশের জন্য একটি পদক্ষেপ রাখতে পারো। কিন্তু কীভাবে সেগুলোকে নতুন করে ব্যবহারের উপযোগী করে তুলবে, তাই-ই ভাবছ তো?

শোনো তবে, প্লাস্টিকের এসব বোতলেই লাগাতে পারো গাছ। বোতলগুলো কীভাবে গাছ লাগানোর পাত্র হিসেবে তৈরি করবে তা এখানে বলছি।
দেখে নাও:

  • পানি বা তেলের ছোট বা মাঝারি আকারের বোতল নাও। এবার এটাকে কাঁচি দিয়ে দুই ভাগে কেটে নাও। মানে নিচের এক ভাগ ও ওপরের কর্ক লাগানো আরেকটি ভাগ হবে। এ কাজে অবশ্যই বড় কারও সাহায্য নেবে।
  • এবার মনের মতো করে এই অংশকে রং করে নাও। পারলে নকশাও করে নিতে পারো। রং ভালোভাবে শুকালে এতে মাটি ভরে লাগাতে পারো ছোট অ্যালোভেরা, ক্যাকটাস বা সাকুলান্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত