Ajker Patrika

শয়তান বধের ট্রেন

মোশারফ হোসেন, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৮: ৫৪
শয়তান  বধের ট্রেন

হঠাৎ করে শয়তানের উৎপাত বেড়ে গেছে। আর চারদিকে বীভৎসতা ছড়িয়ে পড়ছে।

ঠিক এমন খারাপ সময় হাসিরোর নেতৃত্বে আরও চারজন ট্রেনে করে শয়তান বধ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথেই ঘুমিয়ে পড়ে তারা। ইনমু নামের এক শয়তান ট্রেনের চার যাত্রীকে লোভ দেখিয়ে বলে, তারা যেন হাসিরো ও তার চার সঙ্গী তানজিরো, নেজুকো, জেনিৎসু ও ইনোসকের স্বপ্নে ঢুকে তাদের শক্তি নষ্ট করে দেয়। বিনিময়ে তারা শান্তিতে ঘুমাতে পারবে। ভূতের মতো অর্ধঘুমে আর থাকতে হবে না।

কিন্তু একে একে হাসিরোর দলের সবাই স্বপ্ন ভেঙে উঠতে সমর্থ হয়। তারপর ইনমুর সঙ্গে চলে তুমুল লড়াই। শেষ পর্যন্ত তানজিরো ইনমুর মাথা তার শরীর থেকে আলাদা করতে সক্ষম হয়। তারপর হঠাৎ করে ট্রেন থেমে যায়।

এ সময় দেখা মেলে আকাজা নামের শয়তানদের নেতার সঙ্গে। আকাজা অনেক শক্তিশালী এবং তাকে মারা প্রায় অসম্ভব। সব ধরনের আঘাত সহ্য করার ক্ষমতা তার আছে। তার শরীর কেটে ফেললেও আবার জোড়া লেগে যায়। কোনো আঘাত তাকে একেবারে ঘায়েল করতে পারে না। বলতে গেলে সে প্রায় অমর।

এই আকাজার সামনে হাসিরো ও তার দলের বাকি চারজন।

তারা সবাই মিলে কি পারবে শক্তিশালী আকাজার হাত থেকে মানুষদের রক্ষা করতে?

জানতে দেখতে হবে জাপানিজ এনিমেশন ছবি ‘ডেমন স্লেয়ার: মুগেন ট্রেন’। ছবিটির পরিচালক হারাও চোতোজাকি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত