Ajker Patrika

দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান-সদস্যরা

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২: ৪৪
দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান-সদস্যরা

গঙ্গাচড়া সদর ও মর্নেয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন। গত বৃহস্পতিবার তাঁরা দায়িত্ব নেন।

সদর ইউপিতে এ উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিশিষ্টজন ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া শেষে ইউনিয়নবাসীর পক্ষে চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া ইউপি সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশ সদস্যরা চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জনপ্রতিনিধিরা প্রথম সভার মাধ্যমে ইউনিয়নের নাগরিক সেবার দায়িত্ব নেন।

এ সময় চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু সব ভেদাভেদ ভুলে নাগরিক সেবা নিশ্চিতকরণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও আধুনিক ডিজিটাল ইউনিয়ন উপহার দিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অন্যদিকে মর্নেয়া ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার চেয়ারম্যান ও সদস্যদের বরণ এবং প্রথম সভার আয়োজন করা হয়। এতে নবনির্বাচিত চেয়ারম্যান জিল্লুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরীর হারাগাছ ক্লিনিকের চেয়ারম্যান ডা. মুনিরুজ্জামান সুবার্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছাবেরুল ইসলাম ছাবের ও নবনির্বাচিত চেয়ারম্যানের বাবা লুৎফর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত