Ajker Patrika

কোটালীপাড়ায় স্বামীকে কুপিয়ে হত্যা, সন্দেহ স্ত্রীর দিকে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৩: ৫১
কোটালীপাড়ায় স্বামীকে কুপিয়ে হত্যা, সন্দেহ স্ত্রীর দিকে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার কুশলা ইউনিয়নের ধোড়ার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়ার গ্রামের ফরিদ শেখ (৪০) দীর্ঘদিন ধরে ঢাকার একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন। এ সময়ে ফরিদ শেখের স্ত্রী মুক্তা বেগম (৩৫) একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয় নিয়ে তাঁদের প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ঘটনার রাতে ফরিদ শেখের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভোররাতে ফরিদ শেখ মারা যান।

ফরিদ শেখের বাবা ইয়ার আলী শেখ বলেন, তাঁর ছেলে ফরিদ ঢাকায় বাবুর্চির কাজ করতেন। করোনার সময়ে তিনি স্থায়ীভাবে বাড়িতে এসে বসবাস শুরু করেন। বাড়িতে আসার পর থেকেই ছেলের বউ মুক্তা বেগমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। মুক্তা বেগম বিভিন্ন সময়ে তাঁর ছেলেকে হত্যার হুমকি দিতেন। এ ঘটনায় তাঁর ছেলে কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। মুক্তা বেগমই তাঁর ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বলে ধারণা তাঁর।

তিনি আরও বলেন, মুক্তা বেগমের অত্যাচারে তাঁরা ফরিদের বাড়িতে থাকতে পারতেন না। ফরিদপুরের বাড়ির পাশেই তাঁরা বাড়ি করে সেখানে বসবাস করছেন। ঘটনার রাতে ফরিদের চিৎকার শুনে এসে দেখেন ফরিদের পাশে মুক্তা বেগম দাঁড়িয়ে আছেন।

মুক্তা বেগমকে এলাকায় না থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, কে বা কারা ফরিদ শেখকে হত্যা করেছে সেটি এখনো জানা যায়নি। তাঁরা ফরিদ শেখের হত্যাকারী ও হত্যার কারণ বের করার চেষ্টা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত