Ajker Patrika

বেশি প্রার্থীর প্রচার যন্ত্রণায় ভোটাররা

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ৩৬
বেশি প্রার্থীর প্রচার যন্ত্রণায় ভোটাররা

বিয়ানীবাজার উপজেলার একটি ওয়ার্ডে নির্বাচনী প্রচার বিড়ম্বনায় পড়েছেন গ্রামবাসী। মুড়িয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চসংখ্যক ১০ জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এত অধিক সংখ্যক প্রার্থীর জনসংযোগ থেকে বাঁচতে ভোটাররা অনেকটা ঘরবন্দী হয়ে পড়েছেন।

বড়দেশ-ছুটিয়াং গ্রাম নিয়ে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ হাজার ৬৭৬ জন। ভোটারদের মন জয় করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ১০ সদস্য পদপ্রার্থী।

প্রার্থীরা হলেন-কাইয়ুম আহমদ, নজমুল ইসলাম খোকন, আবিদুল কাইয়ুম, আব্দুর রাজ্জাক, মাসুক আহমদ, আজমল হোসেন, ছামাদ, কামাল হোসেন ও ইমাম হাসনাত সাজু। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী হালিমা বেগমও প্রচার চালিয়ে যাচ্ছেন। তাঁদের প্রচার-গণসংযোগ বিড়ম্বনায় অনেকটা ঘরবন্দী হয়ে পড়েছেন ভোটাররা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ একজন প্রচারে বের হলে অন্য প্রার্থীরাও প্রচারে বের হন। এতে সাংসারিক কাজকর্মে যেমন নারীদের সমস্যা হচ্ছে, তেমনি পুরুষ ভোটাররাও বিড়ম্বনায় পড়ছেন। এমনকি এক পাড়ার প্রার্থী অন্য পাড়ায় গিয়ে ভোট চাইলে আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।’

এই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ইমাম হাসনাত সাজু বলেন, ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার পর প্রার্থীদের লাইন পড়ে যায়। যা ভোটারদের জন্য বিব্রতকর। আসলে প্রার্থীদের সচেতনতা বাড়াতে হবে। কেউ আবার হুমকি-ধমকির শিকার হন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক ফারুক বলেন, ‘প্রার্থী বেশি গণতন্ত্রের জন্য ভালো হলেও আমাদের জন্য খারাপ হয়েছে। আর এ রকম ছোট ওয়ার্ডে অধিক প্রার্থীর কারণে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত