Ajker Patrika

অবৈধ গ্যাস-সংযোগ কাটায় মহাসড়ক অবরোধ

অবৈধ গ্যাস-সংযোগ কাটায়  মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে এই অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে সাতটি গ্রামের নারী-পুরুষেরা একত্র হয়ে পিরোজপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

অবরোধের ফলে মহাসড়কের দুপাশে গজারিয়া থেকে কাঁচপুর এলাকা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বিভিন্ন যানবাহনে আটকা পড়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

বিক্ষোভকারীদের দাবি, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন নেতা মোটা অঙ্কের টাকা নিয়ে ‘বৈধ’ বলে ওই গ্যাস সংযোগ দেন। এই গ্যাস-সংযোগ কিছুতেই কাটতে দেবেন না তাঁরা।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরে ওই এলাকার সাত গ্রামের নারী-পুরুষ একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তৈরি হয় যানজটের।

বিক্ষোভকারীরা জানান, গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন নেতা মোটা অঙ্কের টাকা নিয়ে বৈধ গ্যাস বলে সংযোগ দিয়েছেন তাঁদের। এখন অবৈধ সংযোগ বলে বিচ্ছিন্ন করে দিচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিচ্ছিন্ন করা সংযোগ পুনরায় না দেওয়া হলে আবারও মহাসড়ক অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন। পরে তাঁর নেতৃত্বে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান থানা-পুলিশের সদস্যদের নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করার চেষ্টা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত