Ajker Patrika

ইলিশ-সংকটে হতাশ জেলে

মো. সাইফুল ইসলাম আকাশ, বোরহানউদ্দিন (ভোলা)
ইলিশ-সংকটে হতাশ জেলে

ভোলার বোরহানউদ্দিনে ভরা মৌসুমেও নদীতে মিলছে না ইলিশ। এতে হতাশ হয়ে পড়েছেন উপকূলের জেলেরা। এদিকে নদীতে যাওয়া জেলেরা মাছ না পেয়ে প্রতিদিন লোকসান গুনছেন। তবে সাগরে যাওয়া গুটিকয়েক জেলে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন।

গতকাল শনিবার উপজেলার বিভিন্ন মাছঘাটে খবর নিয়ে জানা গেছে, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে যাওয়া জেলেরা মাছ না পেয়ে প্রতিদিন লোকসান গুনছেন। তাঁরা আশায় বুক বেঁধেছিলেন, নিষেধাজ্ঞা শেষে মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা মিলবে; কিন্তু ভরা মৌসুমেও জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এর মধ্যে রয়েছে দাদন, মহাজনি ঋণ ও দৈনিক সুদের টাকা পরিশোধের চাপ।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বোরহানউদ্দিনে ১৯ হাজার ৮৪ জন নিবন্ধিত জেলে রয়েছেন। তবে অনিবন্ধিত জেলেসহ উপজেলায় মোট ২৫ হাজার জেলে রয়েছেন। এর মধ্যে প্রায় ১৭ হাজার জেলে আশপাশের নদীতে এবং বাকিরা সাগরে মাছ ধরেন। সাগরে যাওয়ার বোট কম থাকায় অন্য উপজেলা ও জেলার বাইরের বোটে গিয়ে সাগরে মাছ ধরেন এখানকার অনেক জেলে।

জেলে কাশেম মাঝি বলেন, ‘দীর্ঘদিন নদীতে মাছ ধরি। নিষেধাজ্ঞা শেষে মাঝিমাল্লা নিয়ে নদীতে প্রতিদিন ৮০ থেকে ১০০টি ইলিশ পাচ্ছি। এতে বোট ও জেলেদের দৈনন্দিন খরচও ওঠাতে পারছি না।’ তাঁর ধারণা, সামনের কটালে (পূর্ণিমায়) নদীতে ইলিশ পাওয়া যাবে।

অন্যদিকে সাগরে যাওয়া হাতে গোনা কয়েকজন জেলে মাছ পেয়ে খুশি। সাগরে যাওয়া জেলেরা বলছেন, সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

শেল্টার বাজারের মাছ ব্যবসায়ী আবুল কালাম ও হাকিমুদ্দিন, মির্জাখিল ঘাটের ব্যবসায়ী জাহাঙ্গীর মাঝি; তেঁতুলিয়া নয়নের খালের জুয়েল মেম্বার ও কালাম বদ্দার জানান, দাদনের লাখ লাখ টাকা নদীর জলে গেছে। নদীতে মাছ নেই। তাঁদের টাকা উঠছে না। মহাসংকটে তাঁরা।

জেলেরা বলেন, এ অবস্থা চলতে থাকলে কমপক্ষে ৫০ শতাংশ জেলে পেশা পরিবর্তন করবেন। এবার নদীতে কোনো মাছ নেই। ঝাঁকে ঝাঁকে  মাছ ধরা পড়ছে সাগরে। সাগরের একটা ফিশিং বোট দৈনিক ৫ থেকে ৭ লাখ টাকার ইলিশ শিকার করে।

জেলে জামাল, শহিদুল, জাহাঙ্গীর ও নেজামাল বলেন, এ বছর ভরা মৌসুমেও মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা মেলেনি। তবু আমরা অপেক্ষায় ছিলাম, নদীতে মাছ ধরা পড়ার। তেঁতুলিয়ার অবস্থা খুবই করুণ।

বোরহানউদ্দিনের মেঘনার সেন্টার বাজার মাছঘাট, হাকিমুদ্দিন মির্জা খালু মাছঘাট, স্লুইসগেট বাজারের বেশ কয়েকটি আড়ত ঘুরে জানা যায়, খুব কম পরিমাণে মাছ কেনাবেচা হচ্ছে।

সরাজঘাটে অবস্থানরত তেঁতুলিয়ার জেলে সিরাজ সরদার বলেন, ‘আল্লাহর রহমতে মাছ পাওয়া যায়। সাইজেও বড়।’ হেজু মাঝি জানান, সাগরে ইলিশ আছে। তবে সাগর উত্তাল। জাল ফেলা কষ্টকর। উপজেলার জেলেরা সাগরে তেমন যান না, তাঁরা নদীমুখীই।

উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি শাহে আলম ও ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি আবু সাঈদ মাঝি জানান, সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। তবে নদীতে মাছ খুবই কম।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলী আহমেদ আখন্দ বলেন, ‘উপজেলার বেশির ভাগ জেলেই মেঘনা ও তেঁতুলিয়ায় মাছ ধরে জীবনযাপন করছেন। নদীতে এখন তেমন মাছ না পাওয়ার জেলেরা হতাশা।’ তিনি আরও বলেন, ‘ইলিশ সাগরের মাছ। ডিম পাড়ার সময় মিঠাপানির খোঁজে তারা নদীতে আসে। বর্তমানে নদীর পানিতে লবণাক্ততা বেশি, তাই সাগরে ইলিশের দেখা মিললেও নদীতে নেই। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে নদীতেও মাছ মিলবে বলে আমরা আশাবাদী। তখন জেলেদের আর সংকট থাকবে না এবং তাঁরা ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত