Ajker Patrika

শাল্লায় ৩ সদস্যের প্রার্থিতা বাতিল

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৪১
শাল্লায় ৩ সদস্যের প্রার্থিতা বাতিল

শাল্লায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলায় দু’জন সংরক্ষিত মহিলা প্রার্থী ও একজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভোটার তালিকায় নাম না থাকায় এবং বয়স কম হওয়ায় তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়।

গতকাল রোববার বিকেলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম তাঁদের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন-আটগাঁও ইউপির ১ নম্বর সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী মালতী সরেন। ২৫ বছর না হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই ইউপির ৩ নম্বর সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী রেহানা আক্তারের ভোটার তালিকায় নাম না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে।

এদিকে শাল্লা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী নীরেশ চন্দ্র দাসের মনোনয়নপত্রে জটিলতা থাকায় বাতিল করা হয়েছে। তবে চারটি ইউনিয়নের অন্যান্য প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে জানান উপজেলা রিটার্নিং কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত