Ajker Patrika

ছাড়পত্র ছাড়া ইটভাটা, জরিমানা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ৪৬
ছাড়পত্র ছাড়া ইটভাটা, জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামে এ অভিযান চালে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা করায় ৭ ভাটা মালিককে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভাটাগুলোর টিনের চিমনি, ভাটার কিছু অংশ ও প্রায় ৬০ হাজার ইট ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ইনফোর্স ম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান, সহকারী পরিচালক কমল কুমার বর্মণ, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের আরিফুল ইসলামের মেসার্স এসআরবি ব্রিকস, ফারুখ হোসেনের মেসার্স টিজেবি ব্রিকস, আমিরুল ইসলামের মেসার্স একেবি ব্রিকস, মো. করিম শেখের সৈনিক ব্রিকস, সামছুলের মেসার্স নিয়াত ব্রিকস ও সোয়েব আলীর প্রফেসর ব্রিকসকে জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান বলেন, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী ২০১৮) অনুযায়ী ৭ ভাটা মালিককে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এ সময় টিনের চিমনি, ভাটার কিছু অংশ ও প্রায় ৬০ হাজার ইট ধ্বংস করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত