Ajker Patrika

২০ হাজার টাকার জন্য নবজাতক অপহরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৪৮
২০ হাজার টাকার জন্য নবজাতক অপহরণ

নগরীর পাহাড়তলীতে মাত্র ২০ হাজার টাকার জন্য ১০ মাসের এক শিশু অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অপহৃত শিশুটিকে চাঁদপুরের মতলব এলাকা থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন, মো. ফরহাদ (৪০), মো. দুলাল (৩০), মো. সবুজ (২৫), হালিমা বেগম (২৬), আসমা বেগম (৩৫) এবং মো. বেলাল হোসেন (৩৫)।

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকার ইদ্রিস কলোনিতে ঘটনাটি ঘটেছে। সেখানকার বাসিন্দা জাহানারা বেগমের (৩৮) নিজ বাসা থেকে তাঁর ১০ মাসের ছেলে সন্তান মো. আকাইদকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় চক্রটি। জাহানারা সন্তানকে রেখে পাশে একটি স্থানে রান্না করতে গেলে সেই ফাঁকে ঘরে ঢুকে শিশুটিকে নিয়ে যায় তারা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ২০ হাজার টাকার জন্য দুগ্ধপোষ্য শিশুটিকে তারা অপহরণ করেছিল। পরে চাঁদপুরে আসমা বেগম নামের এক নারীর কাছে শিশুটিকে বিক্রি করে তারা। এ ঘটনায় শিশুটির মা গত ১৫ সেপ্টেম্বর মামলা করেছিল। আমরা সিসি টিভি ফুটেজ দেখে আসামিদের দ্রুত শনাক্ত করে শিশুটিকে এক দিনের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত