Ajker Patrika

ঘোষণা ছাড়া ভবনে গ্যাস বন্ধে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৩
ঘোষণা ছাড়া ভবনে গ্যাস বন্ধে ভোগান্তি

পুরান ঢাকার আজিমপুর কলোনির একটি ভবনে ২৮ ঘণ্টা ধরে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে ভবনে বসবাসকারী লোকজনের রান্নাবান্না হয়নি। চরম দুর্ভোগে পড়েছিল ওই ভবনে বসবাসকারী ২৪টি পরিবার। তবে গতকাল মঙ্গলবার দুপুরে গ্যাস এলেও চাপ ছিল অনেক কম। বিকেলের দিকে সরবরাহ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আজিমপুর কলোনির এ ব্লকের ৫৪ নম্বর ভবনটিতে গত সোমবার সকাল নয়টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ নতুন সরবরাহ লাইনের গ্যাস বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে অনেকেই কলোনির বাইরে অস্থায়ী ইটের তৈরি চুলা তৈরি করে কাঠ সংগ্রহ করে রান্নাবান্না করেন।

৫৪ নম্বর ভবনের বাসিন্দা ফরিদা ইয়াছমিন বলেন, ‘ঘোষণা ছাড়া প্রায় ২৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এ সময়টাতে আমরা বাইরে থেকে এনে খাবার খেয়েছি। অনেকে আবার লাকড়ির চুলায় রান্না করেছেন।’

গণপূর্ত অধিদপ্তর আজিমপুর উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজিমপুর কলোনির উত্তর পাশের ৩৬টি প্রাচীন ভবন ভাঙার কাজ চলছে। ওই সব ভবন ভেঙে সেখানে নতুন করে ১৫টি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ভবন ভাঙা এবং মাটি খোঁড়ার সময় দুর্ঘটনা এড়াতে সরবরাহ লাইনের গ্যাস বন্ধ করা হয়। কিন্তু ৫৪ নম্বর ভবনটির মূল সংযোগ একেবারেই বন্ধ হয়ে পড়ে। তিতাসের লোকজন নতুন এই ভবনের সরবরাহ লাইন খুঁজে পাচ্ছিলেন না। দীর্ঘ সময় পর তিতাসের লোকজন বুঝতে পেরে নতুন পাইপের সহায়তায় সেখানে গ্যাস-সংযোগ স্বাভাবিক করেন। তিতাস গ্যাসের ঠিকাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘ভেঙে ফেলা চারটি ভবনের গ্যাস সরবরাহ বন্ধ করতে গিয়ে নতুন ৫৪ নম্বর ভবনের গ্যাস বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত