Ajker Patrika

অপারেশন জ্যাকপট সিনেমায় ওঙ্কার সিং চরিত্রে ওমর সানী

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৬: ৩৬
অপারেশন জ্যাকপট সিনেমায় ওঙ্কার সিং চরিত্রে ওমর সানী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’। এতে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল ওঙ্কার সিংয়ের চরিত্রে অভিনয় করছেন ওমর সানী। গত ২৯ ডিসেম্বর থেকে এফডিসিতে চলছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার প্রথম লটের শুটিং। শুটিং স্পট থেকে এই সিনেমায় নিজের লুক প্রকাশ করেছেন ওমর সানী।

ফেসবুকে নিজের অভিনীত চরিত্রের ছবি শেয়ার করে ওমর সানী লিখেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতাসংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে অপারেশন জ্যাকপট। এই সিনেমায় তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন ওঙ্কার সিং। তাঁর চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে। ধন্যবাদ এই সিনেমার প্রযোজক এবং পরিচালককে।’

ওঙ্কার সিংয়ের লুকে ওমর সানীর ছবিটি সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন অভিনেতাকে।

শুটিং সেটে ওঙ্কার সিং চরিত্রে ওমর সানী মহান স্বাধীনতাযুদ্ধে নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস। এতে নৌ-বাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন অনন্ত জলিল, অমিত হাসান, জিয়াউল রোশান, মামনুন ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সাঞ্জু জন, শিপন মিত্র ও আমান রেজা।

অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। বাংলাদেশ, ভারত ও ফ্রান্সে হবে শুটিং। সিনেমার বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। এতে আরও অভিনয় করছেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, নিপুণ আক্তার, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরু, কাজী হায়াৎ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত