Ajker Patrika

খাবার ভেবে দুই বছরের শিশুর কীটনাশক পান

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ১৯
খাবার ভেবে দুই বছরের শিশুর কীটনাশক পান

আগৈলঝাড়ায় খাবার ভেবে দুই বছরের শিশু কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিশু রাজ হালদারের বাবা রনজিৎ হালদার বলেন, ‘কৃষিকাজে ব্যবহারের জন্য একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ঘরে রাখা বিষাক্ত ফুরাডন ছিল। আমার ছেলে রাজ হালদার খাবার ভেবে পলিথিনে মোড়ানো অবস্থায় বিষাক্ত কীটনাশক খাবার ভেবে খেয়ে ফেলে। এ সময় শিশু রাজ হালদার অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভর্তি করা হয়।’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসাইন বলেন, ‘শিশুটি বিষাক্ত কীটনাশক খাওয়ার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে এলে তাকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত