Ajker Patrika

চালু হয়নি বাস টার্মিনাল

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১০: ১৬
চালু হয়নি বাস টার্মিনাল

নির্মাণকাজ শেষ হলেও গত দুই বছরেও চালু হয়নি বরগুনা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনাল। নির্মাণকাজে খুঁটিনাটি সমস্যার কারণে টার্মিনালটি চালু করা হচ্ছে না। তবে শিগগিরই টার্মিনালটি পরিবহন ও যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

জানা যায়, ২০১৮ সালের জুন মাসে সদর উপজেলার খেজুরতলা এলাকায় ৪ একর জমি নিয়ে বাস টার্মিনালটির নির্মাণকাজ শুরু হয়। বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ সহায়তায় ১৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৩৪৩ টাকা ব্যয়ে টার্মিনালটির নির্মাণকাজ শুরু করা হয়। মাহফুজ খান লিমিডেট নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৯ সালের মাঝামাঝি মূল অবকাঠামো, ভবন ও টার্মিনালের নির্মাণকাজ শেষ করে। ৩ তলা বিশিষ্ট এই বাস টার্মিনালে ৬৪টি বাস পার্কিং করে রাখার সুবিধা, ১৬টি টিকিট কাউন্টার, ২টি ওয়েটিং রুম, ১টি অফিস কক্ষ, ৬টি টয়লেট, ১টি লেয়ার রুম, ১টি বগি, কমার্শিয়াল রেস্টুরেন্ট এবং নামাজ পড়ার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে।

বাস টার্মিনালটির চারপাশে রয়েছে সুরক্ষা দেয়াল। টার্মিনালটিতে প্রবেশ ও প্রস্থানের জন্য রয়েছে আলাদা আলাদা পথ। নানা ধরনের গাছের সমারোহে চারদিকে রয়েছে সুন্দর ফুটপাত। সুবিশাল টার্মিনালটির ঠিক মাঝখানে রয়েছে টিকিট কাউন্টার। উত্তর ও পশ্চিম কোণে রয়েছে গাড়ির গ্রেজিং ও মেকানিক্যাল সিস্টেম। সেই সঙ্গে রয়েছে ড্রাইভারদের বিশ্রামাগার, খাবার হোটেল, কার ওয়াশের জায়গা ও উন্নতমানের টয়লেট।

বরগুনায় উল্লেখযোগ্য তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় বাস টার্মিনালটি এখন একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। পড়ন্ত বিকেলে টার্মিনালটি জুড়ে বসে ছোট–বড় সকলের আড্ডা। বাস টার্মিনালটিকে কেন্দ্র করে এর প্রবেশ দ্বারে গড়ে উঠেছে নানা ধরনের দোকানপাট। বিকেলে সেখানে বসে ভ্রাম্যমাণ ফুচকা, চটপটি ও ঝালমুড়ির দোকানও।

জেলা যাত্রী অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাস বলেন, ‘আমাদের বরগুনা জেলার যাত্রীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। একটি আধুনিক বাস টার্মিনাল আমাদের বরগুনার নাগরিকদের দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের প্রত্যাশা পূরণ হতে চলেছে। তবে অবশ্যই পরিবহন সংশ্লিষ্টদের যাত্রী হয়রানির বিষয়টি লক্ষ রাখতে হবে।’

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগীর হোসেন বলেন, ‘বাস টার্মিনালটি আমাদের দীর্ঘ বছরের দাবি। এটি নির্মাণ হওয়ায় আমাদের ভোগান্তি যেমন দূর হবে তেমনি যাত্রীদের বিড়ম্বনাও কমবে। এ ছাড়া দেশের অনেক এলাকার নতুন নতুন পরিবহন বরগুনায় আসা শুরু করবে। টার্মিনালটি কবে উদ্বোধন করা হবে, আমরা অধীর আগ্রহে সে অপেক্ষা করছি।’

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বাস টার্মিনাল চালু হলে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে আমাদের শ্রমিকেরা। তাদের আর ভবঘুরের মতো এখানে ওখানে থাকতে হবে না। এখন আমাদের নির্দিষ্ট একটি ঠিকানা হয়েছে।’

বাস টার্মিনালটি কখন উদ্বোধন ও চালু হতে পারে জানতে চাইলে পৌর মেয়র কামরুল আহসান মহারাজ বলেন, ‘আমি ঠিকাদারকে সঙ্গে নিয়ে পৌর টার্মিনালটি পরিদর্শন করেছি। কিছু ত্রুটি থাকার কারণে রিপেয়ারের কাজ চলমান রয়েছে। আশা করছি শিগগিরই টার্মিনালটি পৌরসভার কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত