Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা গ্রেপ্তার ৪

পাবনা ও আটঘরিয়া প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১: ৩৯
স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা গ্রেপ্তার ৪

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগে যুবলীগ নেতাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি জিআই পাইপ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার চার যুবক হলেন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি খামার কোদালিয়া গ্রামের যুবলীগ কর্মী ইউসুফ আলী (৩৬), দক্ষিণ নাগদহ গ্রামের আব্দুল মতিন (৩৮), টং বয়ড়া গ্রামের মোন্তাজ আলী (৩৫) ও একই গ্রামের মেহেদী হাসান।

আটঘরিয়া থানার সহকারী পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, গত শুক্রবার সন্ধ্যার দিকে একদল যুবক চাঁদভা ইউপির দাগদহ গ্রামের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ওলিউল্লাহর বাড়িতে হামলা করেছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় হাতেনাতে ওই চার যুবককে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. ওলিউল্লাহ বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে ছয় থেকে সাতটি মোটরসাইকেলে করে আওয়ামী লীগের নৌকার প্রার্থী সাইফুল ইসলাম কামালের সমর্থকেরা তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় তিনি বাড়িতে না থাকায় তাঁর পরিবারকে হুমকি দিয়ে ঘরের জানালা ও দরজায় আঘাত করতে থাকে। এ সময় ভয়ে কেউ ঘর থেকে বের হননি।

মো. ওলিউল্লাহ অভিযোগ করে আরও বলেন, ‘আমি যেন চেয়ারম্যান প্রার্থিতা শনিবারের মধ্যে প্রত্যাহার করে নেই। তা না হলে তাঁরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আর আমাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার জন্যই এই হামলা করা হয়েছে।’

এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী সাইফুল ইসলাম কামালের সঙ্গে কথা বলার জন্য কয়েকবার যোগাযোগ করা হয়। কিন্তু তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চার যুববকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত