সম্পাদকীয়
সত্যিই কি ৩৪০টি সিএনজিচালিত এসি বাস কিনবে বাংলাদেশ? গ্যাস-সংকটে যখন ভুগছে গোটা বিশ্ব, গ্যাস থেকে বিদ্যুৎ-চালিত পরিবহনের দিকে ঝুঁকছে সবাই, তখন ৩৪০টি সিএনজিচালিত এসি বাস কেন কেনার প্রশ্নটি উঠছে, তার উত্তর মেলে না।
আলোচনাটাকে আমরা একটু বিস্তৃত করি। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন, সংক্ষেপে আমরা যাকে বিআরটিসি বলে থাকি, তা যে কতটা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে, সেটা ভুক্তভোগীরাই বলতে পারবেন। আমাদের দেশে সাধারণত সরকারি সংস্থা যে রকম হয়, বিআরটিসি সে রকমই একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান জনগণের সেবা করবে নাকি জনগণই হন্যে হয়ে এই প্রতিষ্ঠানের সেবা করবে, সে প্রশ্নটিও আপাতত মীমাংসিত নয়। আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানে গেলে মনে হয়, এগুলো জনগণের সেবার জন্য নিয়োজিত নয়, বরং এরাই জনগণের মালিক। এদের কৃপার ওপর জনগণের ভাগ্য নির্ভর করছে। যেকোনো সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংকে গেলেই সেবা পরিস্থিতির পার্থক্য যেমন বোঝা যায়, তেমনি মন্ত্রণালয়ে ফাইল কেন নড়ে না, সে প্রশ্নেরও সম্ভাব্য উত্তরের জন্য কেউ বসে থাকে না। এটাই বেশির ভাগ সরকারি প্রতিষ্ঠানের সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তাই বিআরটিসিকে আলাদা কোনো অবস্থানে বসানোর প্রয়োজন নেই।
অতীত অভিজ্ঞতাকে সাক্ষী মেনে প্রথমেই বলতে হয়, নতুন চকচকে বাস এসে বিআরটিসির বহরে যুক্ত হলেও খুব অল্প দিনের মধ্যেই তার দৈন্যদশা হয়। নতুন পার্টসগুলো অকারণেই বিকল হয়ে যেতে থাকে। নতুন নতুন পার্টস কিনতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়। যাঁরা কর্মকর্তা, তাঁরা কোনো দিন নিজেদের পরিবহনে উঠে কখনো ভ্রমণ করেছেন কিনা জানি না, কিন্তু যদি করতেন, তাহলে দেখতে পেতেন, কতটা অনীহার সঙ্গে চলে এই পরিবহন। যাত্রীদের কতটা অবজ্ঞার চোখে দেখা হয়।
যে মানসিকতায় চলছে এটা, তাতে বিআরটিসি একটি স্মার্ট প্রতিষ্ঠান হয়ে উঠবে, এই মুহূর্তে এ রকম আশা করা অবান্তর। বিআরটিসির গোটা সিস্টেমটাই অচল হয়ে গেছে। সেবা বিষয়ে যে নতুন নতুন আইডিয়া ঘুরে বেড়াচ্ছে গোটা বিশ্বময়, তা আয়ত্ত করার কোনো সদিচ্ছা এই প্রতিষ্ঠানের আছে কি না, জানা নেই আমাদের। এ রকম পরিস্থিতিতে হাজার কোটি টাকার শ্রাদ্ধ করে ৩৪০টি এসি বাস কেনা তো কোনো ব্যাপারই না। বিআরটিসি থেকেই বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ডিজেল ও সিএনজিচালিত বাসগুলো পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে, অথচ তারাই কিনা কিনছে সিএনজিচালিত বাস!
এ ধরনের কেনাকাটার টাকা যে জনগণের পকেট থেকে যায়, সে কথা এখন আর কেউ মনে রাখে না। সরকারের টাকা যে সম্রাটের খাজাঞ্চিখানা থেকে আসে না, সে কথাও বোধ হয় এখন কেউ বোঝে না। কৃষক, শ্রমিক বা কায়িক পরিশ্রমের মাধ্যমে জীবন চালায় যে মানুষ, তারই অর্জিত টাকা কর হিসেবে পৌঁছে যাচ্ছে সরকারের কাছে। আর সেই টাকার এ রকম যথেচ্ছ ব্যবহার!
সরকারি সংস্থাগুলোর লোভী অসুস্থ মনকে নির্লোভ সুস্থ করে তুলতে না পারলে এই অপকর্ম চলতেই থাকবে।
সত্যিই কি ৩৪০টি সিএনজিচালিত এসি বাস কিনবে বাংলাদেশ? গ্যাস-সংকটে যখন ভুগছে গোটা বিশ্ব, গ্যাস থেকে বিদ্যুৎ-চালিত পরিবহনের দিকে ঝুঁকছে সবাই, তখন ৩৪০টি সিএনজিচালিত এসি বাস কেন কেনার প্রশ্নটি উঠছে, তার উত্তর মেলে না।
আলোচনাটাকে আমরা একটু বিস্তৃত করি। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন, সংক্ষেপে আমরা যাকে বিআরটিসি বলে থাকি, তা যে কতটা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে, সেটা ভুক্তভোগীরাই বলতে পারবেন। আমাদের দেশে সাধারণত সরকারি সংস্থা যে রকম হয়, বিআরটিসি সে রকমই একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান জনগণের সেবা করবে নাকি জনগণই হন্যে হয়ে এই প্রতিষ্ঠানের সেবা করবে, সে প্রশ্নটিও আপাতত মীমাংসিত নয়। আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানে গেলে মনে হয়, এগুলো জনগণের সেবার জন্য নিয়োজিত নয়, বরং এরাই জনগণের মালিক। এদের কৃপার ওপর জনগণের ভাগ্য নির্ভর করছে। যেকোনো সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংকে গেলেই সেবা পরিস্থিতির পার্থক্য যেমন বোঝা যায়, তেমনি মন্ত্রণালয়ে ফাইল কেন নড়ে না, সে প্রশ্নেরও সম্ভাব্য উত্তরের জন্য কেউ বসে থাকে না। এটাই বেশির ভাগ সরকারি প্রতিষ্ঠানের সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তাই বিআরটিসিকে আলাদা কোনো অবস্থানে বসানোর প্রয়োজন নেই।
অতীত অভিজ্ঞতাকে সাক্ষী মেনে প্রথমেই বলতে হয়, নতুন চকচকে বাস এসে বিআরটিসির বহরে যুক্ত হলেও খুব অল্প দিনের মধ্যেই তার দৈন্যদশা হয়। নতুন পার্টসগুলো অকারণেই বিকল হয়ে যেতে থাকে। নতুন নতুন পার্টস কিনতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়। যাঁরা কর্মকর্তা, তাঁরা কোনো দিন নিজেদের পরিবহনে উঠে কখনো ভ্রমণ করেছেন কিনা জানি না, কিন্তু যদি করতেন, তাহলে দেখতে পেতেন, কতটা অনীহার সঙ্গে চলে এই পরিবহন। যাত্রীদের কতটা অবজ্ঞার চোখে দেখা হয়।
যে মানসিকতায় চলছে এটা, তাতে বিআরটিসি একটি স্মার্ট প্রতিষ্ঠান হয়ে উঠবে, এই মুহূর্তে এ রকম আশা করা অবান্তর। বিআরটিসির গোটা সিস্টেমটাই অচল হয়ে গেছে। সেবা বিষয়ে যে নতুন নতুন আইডিয়া ঘুরে বেড়াচ্ছে গোটা বিশ্বময়, তা আয়ত্ত করার কোনো সদিচ্ছা এই প্রতিষ্ঠানের আছে কি না, জানা নেই আমাদের। এ রকম পরিস্থিতিতে হাজার কোটি টাকার শ্রাদ্ধ করে ৩৪০টি এসি বাস কেনা তো কোনো ব্যাপারই না। বিআরটিসি থেকেই বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ডিজেল ও সিএনজিচালিত বাসগুলো পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে, অথচ তারাই কিনা কিনছে সিএনজিচালিত বাস!
এ ধরনের কেনাকাটার টাকা যে জনগণের পকেট থেকে যায়, সে কথা এখন আর কেউ মনে রাখে না। সরকারের টাকা যে সম্রাটের খাজাঞ্চিখানা থেকে আসে না, সে কথাও বোধ হয় এখন কেউ বোঝে না। কৃষক, শ্রমিক বা কায়িক পরিশ্রমের মাধ্যমে জীবন চালায় যে মানুষ, তারই অর্জিত টাকা কর হিসেবে পৌঁছে যাচ্ছে সরকারের কাছে। আর সেই টাকার এ রকম যথেচ্ছ ব্যবহার!
সরকারি সংস্থাগুলোর লোভী অসুস্থ মনকে নির্লোভ সুস্থ করে তুলতে না পারলে এই অপকর্ম চলতেই থাকবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫