Ajker Patrika

আমারও পছন্দ অপছন্দ থাকতে পারে

আপডেট : ২৬ জুন ২০২২, ১০: ০৭
আমারও পছন্দ অপছন্দ থাকতে পারে

এখন কী নিয়ে ব্যস্ততা?
তিন দিন আগে ভিকি জাহেদের ওয়েব ফিল্ম ‘শুক্লপক্ষ’র শুটিং শেষ করলাম। ৩০ দিনের শুটিং ১০ দিনে করতে হয়েছে। যে গল্প তার জন্য ৩০ দিন দরকার ছিল। এত দিন শুটিং করার মতো বাজেট ওয়েব ফিল্মে সাধারণত থাকে না। সেটা মেনেই পরিচালক, কলাকুশলী সবাইকে কাজ করতে হয়। রোমান্টিক-থ্রিলার গল্প। এতে আমার সহ-অভিনেতা হিসেবে আছেন রোশান ও খায়রুল বাসার। 

শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
গাজীপুরের এক গহিন জঙ্গলে শুট করেছি। সেখানে ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছিলাম। এত পোকামাকড় ও কীট; যা বলার বাইরে। এমন অভিজ্ঞতা জীবনে হয়নি। প্রথম দিনের শুটিংয়ে ঝড়-বৃষ্টি শুরু হলো। ইনডোর কিছু দৃশ্যের শুটিং করে ঢাকায় ফিরতে হয়েছে। ঢাকায় কিছুটা শুটিং করে আবার ওখানে গিয়েছি।

ঈদে মাত্র একটি কাজ কেন?
সাধারণত যে স্ক্রিপ্টগুলো পাই, বেশির ভাগ পড়ে মনে হয়, সময়টুকুই নষ্ট করেছি। এর মধ্যে কোনো গল্প পছন্দ হলে সেটাই করি।

হাতে আর কী কাজ আছে?
‘অন্তর্জাল’ সিনেমার শুটিং আগামী মাসে শেষ হবে। আজ থেকে ফিচার ফিল্মের জন্য কিছু মিটিং ফিক্সড করেছি। দেখব আর কোন কোন কাজ করা যায়। পছন্দ না হলে হয়তো এভাবে কচ্ছপ গতিতেই চলব। আগামী মাসের ৮ তারিখে কোরিয়া যাব। আমার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ সেখানে একটি উৎসবে দেখানো হবে।

‘এই মুহূর্তে’ সিনেমার রেসপন্স কেমন পাচ্ছেন?
বৃহস্পতিবার চরকিতে রিলিজ হয়েছে। সবাই খুব মজা পেয়েছে শুনলাম। এটা একটু ভিন্ন কনসেপ্টের। সাধারণত দেখা যায়, গল্পে এক বা দুজন মূল চরিত্র থাকে। এখানে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। এমন কোনো চরিত্র নেই, যেটা বাদ দিলে এটা পরিপূর্ণ হতো। রহস্য, সামাজিক বার্তা অনেক কিছুই আছে। 

প্রথম সিনেমায় জাতীয় পুরস্কার। এরপর খুব স্বল্পসংখ্যক কাজে আপনাকে দেখা যাচ্ছে...
আমি জব করতাম। অভিনয়ে এসে বুঝলাম, সব স্ক্রিপ্ট আমার মনের মতো হবে না। ভালো না লাগলে কীভাবে কাজ করব! কিছুদিন আগে একজন সিনিয়র পরিচালকের কাজ না করায় তিনি খুব খেপে গিয়েছিলেন। সব কাজ আমাকে কেন করতে হবে? আমারও তো পছন্দ-অপছন্দ থাকতে পারে। হাতে গোনা কিছু কাজই হোক না। সেগুলো নিয়ে গর্ব করে যদি বলতে পারি, সেটাই আমার প্রাপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত