Ajker Patrika

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ৮ প্রস্তাবনা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ০৬
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ৮ প্রস্তাবনা

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন বলেছেন, মহান মুক্তিযুদ্ধ না হলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ বজায় রাখা সম্ভব হতো না। হিন্দু-মুসলিম উভয় পক্ষ থেকেই প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে, যা দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। এ পরিস্থিতি বিবেচনায় রেখে ৮টি প্রস্তাবনা উপস্থাপনা করেন তিনি।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে ‘সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম ওলামাদের করণীয় কী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় ইসমাইল হোসাইন ওই প্রস্তাবনা তুলে ধরেন।

প্রস্তাবনার মধ্যে রয়েছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মী এবং তাঁদের দোসরদের গ্রেপ্তার করতে হবে, মসজিদ-মন্দির-পূজামণ্ডপ-ঈদগাহ উপাসনালয়গুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি-জামায়াত চক্র যে গুজব ছড়াচ্ছে, তাদের প্রত্যেককে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনা, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো সম্প্রদায় অপর সম্প্রদায়ের ধর্ম এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত হানলে দল-মত নির্বিশেষে তাঁকে আইনের আওতায় আনা, দেশের সুযোগ-সুবিধা ভোগ করে বিএনপি-জামায়াত ও রাজাকারের বংশধরেরা লন্ডন থেকে নির্দেশনা পেয়ে রাজনীতি করে এবং দেশের মানুষের মধ্যে জ্বালাও-পোড়াও কর্মসূচি পালন করে তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরের চিকিৎসক জঙ্গি সংগঠন জইশের সদস্য, হরিয়ানায় তাঁর বাসায় মিলল ৩ টন বিস্ফোরক

রাজধানীর সাত এলাকায় ১২ ককটেল বিস্ফোরণ, তিন গাড়িতে আগুন

হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় ছাত্রলীগ নেতাকে, থানায় দিতে গিয়ে ৩ অপহরণকারী গ্রেপ্তার

ধীরে ধীরে চলছিল গাড়িটি, ট্রাফিক সিগন্যালে থামতেই বিকট বিস্ফোরণ

তুমুল হট্টগোলে পাকিস্তানের সংবিধান সংশোধন, সেনাপ্রধান আসিম মুনির আরো ক্ষমতাধর

এলাকার খবর
Loading...