Ajker Patrika

শিক্ষকেরা আসেননি ফিরে গেছে শিক্ষার্থীরা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ২৫
শিক্ষকেরা আসেননি ফিরে গেছে শিক্ষার্থীরা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৭০ নম্বর বিশাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কোনো নোটিশ ছাড়াই গত বুধবার বন্ধ ছিল। শিক্ষার্থীরা এসে স্কুল তালাবদ্ধ দেখে ফিরে যায়।

প্রায়ই সেখানে এই ঘটনা ঘটছে। শিক্ষকেরা স্কুলে এলেও এক-দেড় ঘণ্টা থেকে আবার চলে যান। কিন্তু গত বুধবার শিক্ষকেরা কেউ স্কুলে আসেননি। ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৮০ জন। শিক্ষক সংকটের কারণে তাদের তেমন পড়ালেখা হয় না।

স্কুলটিতে শিক্ষক আছেন মাত্র দুই জন। তাঁরা হলেন প্রধান শিক্ষক অঞ্জন কুমার রায় ও সহকারী শিক্ষক মো. টিটন মিয়া। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বলা হয়েছে, এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানিয়েছেন, গত বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত স্কুলে তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। দীর্ঘদিন পর স্কুল খুললেও শিক্ষকেরা ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত বলে স্থানীয়দের অভিযোগ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার রায় স্কুল বন্ধের বিষয়টি স্বীকার করে বলেন, বুধবার সকাল থেকেই তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার অফিসে মিটিংয়ে ছিলেন। এ ছাড়া সহকারী শিক্ষক মো. টিটন মিয়া কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে যান। বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য ও স্কুলটি ব্যবস্থা কমিটির সাবেক সভাপতি রহিমা বেগম বলেন, এ রকম ঘটনা প্রায়ই ঘটছে। শিক্ষকেরা প্রায়ই ১১টা বা সাড়ে ১১টা দিকে এসে এক-দেড় ঘণ্টা থেকে শিক্ষার্থীদের ছুটি দিয়ে চলে যান।

রংছাতি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বলেন, দীর্ঘ বন্ধের পর বিদ্যালয় খোলার পরেও বিদ্যালয় তালাবদ্ধ করে রাখার বিষয়টিকে ঘৃণ্য চোখে দেখেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা বেগম বলেন, ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত