Ajker Patrika

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬: ০৪
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

মাগুরার শালিখা উপজেলার কাতলী বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ওষুধের দোকানমালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ৮টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিফ-উল-হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাতে কাতলী বাজারের বিশ্বাস ফার্মেসি ও জামান ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই ওষুধ ব্যবসায়ীকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বিশ্বাস ফার্মেসিকে ১ হাজার ৫০০ টাকা এবং জামান ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় ইউএনওর সঙ্গে আরও ছিলেন শালিখা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ও পুলিশ সদস্যরা।

ইউএনও তারিফ-উল-হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন বাজারের ওষুধের দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পেয়ে আসছিলাম। তার পরিপ্রেক্ষতে আজ আমরা ভ্রাম্যমাণ আদালত গঠন করে অভিযান পরিচালনা করেছি। দুটি ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত