Ajker Patrika

নাহিদ হত্যার বিচার দাবি

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৭
নাহিদ হত্যার বিচার দাবি

মাগুরার শালিখায় উপজেলা সদর আড়পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাহিদ (২৪) হত্যার বিচার ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল রোববার বেলা ১১টায় আড়পাড়া আইডিয়াল হাইস্কুলের সামনের দিকে শত শত মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। নাহিদ ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিরপুর একটি ফ্ল্যাটে রুমমেট মনোয়ার পারভেজ তাঁকে রড দিয়ে আঘাত করে। নাহিদকে ঢাকার একটি হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক এ কে এম খায়রুল আলম, প্রেসক্লাব শালিখার সভাপতি বাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, উপজেলা জামে মসজিদের খতিব মোশারফ হোসেন, আড়াপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ওহিদুর রহমান টিপু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল এর পুরোনো শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মেধাবী ছাত্র নাহিদ হত্যার সঙ্গে জড়িত খুনিদের ফাঁসির দাবি কার্যকর করার জোর দাবি জানান।

এ সময় নাহিদের বাবা নজরুল ইসলাম বলেন, একটা বাবার জন্য সবচেয়ে বড় কষ্টের কাজ হলো সন্তানের লাশ কাঁধে নেওয়া। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাই আমার ছেলের হত্যার সঙ্গে যারা জড়িত তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত