Ajker Patrika

হাতি হত্যার প্রতিবাদে সমাবেশ

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭: ১৭
হাতি হত্যার প্রতিবাদে সমাবেশ

হাতি রক্ষায় বন বিভাগের ব্যর্থতার প্রতিবাদে ও বিচার বিভাগীয় তদন্ত দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গত এক সপ্তাহে পাঁচটি হাতি হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে এ সমাবেশ বলে জানান আয়োজকেরা।

গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশে পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে যুক্ত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকার।

কর্মসূচিতে মূল বক্তব্য দেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। প্রাধিকারের সভাপতি তাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাপা সিলেটের সহসভাপতি ইমাদ উল্লাহ শহিদুল ইসলাম। বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, প্রত্নতত্ত্ব সংগ্রাহক ডা. শাহজামান চৌধুরী বাহার, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. আফম জাকারিয়া, সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদি।

সমাবেশ থেকে বলা হয়, জলবায়ু পরিবর্তন থেকেও প্রকৃতি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে এক শ্রেণির মানুষ। যাদের সহযোগিতা করছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা। দেশে জনসংখ্যার চাপ থাকলেও বন্যপ্রাণীর বাসস্থান ধ্বংস করাটা হচ্ছে বন বিভাগের দুর্বল ব্যবস্থাপনার ফল। সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া ও শেরপুরের শ্রীবরদীতে বৈদ্যুতিক শকে এবং কক্সবাজারের চকরিয়ায় শিকারিদের গুলিতে একাধিক হাতির মৃত্যু নিছক মৃত্যু নয়, ঠান্ডা মাথায় খুন। যা দেশের প্রকৃতি ও পরিবেশের জন্য চরম হতাশার সংবাদ।

সমাবেশে সংহতি প্রকাশ করেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, প্রাণী অধিকার কর্মী অরূপ শ্যাম বাপ্পী, ভূমিসন্তান বাংলাদেশের আশরাফুল কবির, সমাজসেবী মঞ্জুর আল বাছেত, সোসাস আহ্বায়ক ওয়াজি আহমেদ, প্রকৃতি বিষয়ক লেখক শিমুল খালেদ, সামাজিক সংগঠন উষা’র আহ্বায়ক তমিশ্রা তিথি, প্রাধিকার সেক্রেটারি নিলোতপল দে প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত