Ajker Patrika

উপকূলের ৩৪ হাজার জেলে পাচ্ছেন সুবিধা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১১: ০৯
উপকূলের ৩৪ হাজার জেলে পাচ্ছেন সুবিধা

সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়নে বরিশালে উপকূলের ২৯০টি গ্রামে কমিউনিটি সেভিং গ্রুপ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। এর আওতায় বিভাগের ২৯টি উপজেলার ৩৪ হাজার জেলে সুবিধাভোগী হবেন। এ লক্ষ্যে সারা দেশে ১ হাজার ৮৯০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। গত রোববার বরিশালে এক কর্মশালায় মৎস্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক।

কাশিপুরে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপপ্রকল্প পরিচালক কামরুল ইসলাম। তিনি এক প্রতিবেদনে জানান, সাগরে ৪৭৫ প্রজাতির মাছ রয়েছে। এই সামুদ্রিক মৎস্য সম্পদের উন্নয়নে তাঁরা কাজ করবেন। বরিশালে উপকূলের ২৯০টি গ্রামে কমিউনিটি সেভিং গ্রুপ প্রতিষ্ঠা করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘ব্লু ইকোনোমির সুবিধা নিতে সামুদ্রিক মাছ আহরণে সচেষ্ট হতে হবে।’

কর্মশালার বিশেষ অতিথি মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান তালুকদার বলেন, দেশের ৭০ ভাগ ইলিশ বরিশাল অঞ্চলের। সংরক্ষণ না করলে ইলিশসহ মৎস্য সম্পদ এক সময় হারিয়ে যাবে।

কর্মশালায় বাংলাদেশ গ্রীন ইউনিভার্সিটির প্রশিক্ষক ড. মো. ওয়ালিউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...