অভিনয়ে সাফল্যের ২৫টি বছর পেরিয়ে এলেন দীপা খন্দকার। টিভি নাটকের এই হাসিমুখ মিডিয়ায় কাজ শুরু করেছিলেন বিজ্ঞাপন দিয়ে, ১৯৯৮ সালে। অভিনয় শুরু করেন পরের বছর। কাজী শাহিদুল ইসলামের রচনা ও পরিচালনায় ‘কাকতাড়ুয়া’ ধারাবাহিক নাটকের মাধ্যমে দীপার অভিনয়ে অভিষেক হয়। প্রথম কাজেই প্রশংসিত হয়েছিলেন তিনি।
এ ধারাবাহিকটি প্রচারের আগেই চাকরিজীবনে চলে যান দীপা খন্দকার। ১৯৯৯ সালের এপ্রিলে জিএমজি এয়ারলাইনসে বিমানবালা হিসেবে চাকরি শুরু করেন। একদিকে চাকরি, পাশাপাশি অভিনয়টাও চালিয়ে নিচ্ছিলেন। তবে অভিনয়ে ব্যস্ততা বাড়ায় বছর দুয়েক পর চাকরি ছেড়ে দেন দীপা। এর পরের অধ্যায়টি শুধুই অভিনয় নিয়ে পথচলার। বহু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে দীপা খন্দকার নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
ক্যারিয়ারের এই দীর্ঘ সময়ে কখনো প্রচলিত স্রোতে গা ভাসিয়ে দেননি দীপা। মানসম্মত কাজেই সব সময় দেখা গেছে তাঁকে। ২০০৬ সালে অভিনেতা শাহেদ আলীকে বিয়ে করেন দীপা। তাঁদের ছিমছাম সংসারে এক ছেলে ও এক মেয়ে। অভিনয়ের পাশাপাশি দীপা শক্ত হাতে আগলে রেখেছেন সংসারও। ক্যারিয়ারের ২৫ বছর পূর্তিতে দীপা খন্দকার বলেন, ‘এক পলকে ২৫টি বছর চলে গেল। কত শত স্মৃতি আজ চোখের সামনে ভিড় করছে! আমার অভিনয়জীবনে সবচেয়ে কৃতজ্ঞ কাজী শাহিদুল ইসলাম ভাইয়ের কাছে। বলা যায়, তিনি আমাকে ধরে এনে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত করেছেন। অথচ অভিনয়ের দুনিয়া সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমার বড় খালা মুক্তিযোদ্ধা ফরিদা আক্তারের প্রতি কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা আমার বড় বোন রূপার প্রতি। কৃতজ্ঞতা আমার সকল প্রযোজক, পরিচালক, সহশিল্পী, সাংবাদিক ও সর্বোপরি দর্শকের প্রতি। সবার সহযোগিতায়, অনুপ্রেরণায় আমি আজকের দীপা।’
অভিনয়ে সাফল্যের ২৫টি বছর পেরিয়ে এলেন দীপা খন্দকার। টিভি নাটকের এই হাসিমুখ মিডিয়ায় কাজ শুরু করেছিলেন বিজ্ঞাপন দিয়ে, ১৯৯৮ সালে। অভিনয় শুরু করেন পরের বছর। কাজী শাহিদুল ইসলামের রচনা ও পরিচালনায় ‘কাকতাড়ুয়া’ ধারাবাহিক নাটকের মাধ্যমে দীপার অভিনয়ে অভিষেক হয়। প্রথম কাজেই প্রশংসিত হয়েছিলেন তিনি।
এ ধারাবাহিকটি প্রচারের আগেই চাকরিজীবনে চলে যান দীপা খন্দকার। ১৯৯৯ সালের এপ্রিলে জিএমজি এয়ারলাইনসে বিমানবালা হিসেবে চাকরি শুরু করেন। একদিকে চাকরি, পাশাপাশি অভিনয়টাও চালিয়ে নিচ্ছিলেন। তবে অভিনয়ে ব্যস্ততা বাড়ায় বছর দুয়েক পর চাকরি ছেড়ে দেন দীপা। এর পরের অধ্যায়টি শুধুই অভিনয় নিয়ে পথচলার। বহু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে দীপা খন্দকার নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
ক্যারিয়ারের এই দীর্ঘ সময়ে কখনো প্রচলিত স্রোতে গা ভাসিয়ে দেননি দীপা। মানসম্মত কাজেই সব সময় দেখা গেছে তাঁকে। ২০০৬ সালে অভিনেতা শাহেদ আলীকে বিয়ে করেন দীপা। তাঁদের ছিমছাম সংসারে এক ছেলে ও এক মেয়ে। অভিনয়ের পাশাপাশি দীপা শক্ত হাতে আগলে রেখেছেন সংসারও। ক্যারিয়ারের ২৫ বছর পূর্তিতে দীপা খন্দকার বলেন, ‘এক পলকে ২৫টি বছর চলে গেল। কত শত স্মৃতি আজ চোখের সামনে ভিড় করছে! আমার অভিনয়জীবনে সবচেয়ে কৃতজ্ঞ কাজী শাহিদুল ইসলাম ভাইয়ের কাছে। বলা যায়, তিনি আমাকে ধরে এনে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত করেছেন। অথচ অভিনয়ের দুনিয়া সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমার বড় খালা মুক্তিযোদ্ধা ফরিদা আক্তারের প্রতি কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা আমার বড় বোন রূপার প্রতি। কৃতজ্ঞতা আমার সকল প্রযোজক, পরিচালক, সহশিল্পী, সাংবাদিক ও সর্বোপরি দর্শকের প্রতি। সবার সহযোগিতায়, অনুপ্রেরণায় আমি আজকের দীপা।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪