Ajker Patrika

এমপি হওয়ায় বিশ্বাস করি না

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩: ২৫
এমপি হওয়ায় বিশ্বাস করি না

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেছেন, ‘আমি এমপি মন্ত্রী হওয়ায় বিশ্বাস করি না।’ বরিশালের মেহেন্দীগঞ্জের সমাবেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ মহিউদ্দিন আহমেদের কন্যা এ কথা বলেন।

মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের সমর্থনে গতকাল রোববার বড় মহড়া দিয়েছেন। দিনভর দুটি সমাবেশের মধ্যমণি ছিলেন ড. শাম্মী আহমেদ।

সমাবেশে স্থানীয় সাংসদ পংকজ নাথকে ইঙ্গিত করে নেতারা বলেন, যাঁরা সন্ত্রাস করে, নেতা-কর্মীদের ওপর অত্যাচার করেন তাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। গোটা কর্মসূচিতে সাংসদ পংকজ অনুসারীদের খুঁজে পাওয়া যায়নি। তাঁদের দাওয়াতও দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ করেছেন সাংসদের ঘনিষ্ঠজনরা। সাংসদ পংকজ বিরোধীরা জানিয়েছেন, আগামী নির্বাচনে এ আসনে পরিবর্তন আনতেই এমন সমাবেশ।

মেহেন্দীগঞ্জের পাতারহাট মুক্তিযোদ্ধা পার্ক এবং উলানীয়া ঈদ গাঁ মাঠে অনুষ্ঠিত দুটি সমাবেশে প্রধান অতিথি ছিলেন ড. শাম্মি আহমেদ। সমাবেশ শুরুর আগে থেকেই নেতা-কর্মীরা নৌকা, ট্রলারে চেপে আসতে শুরু করেন। অনেক দিন পর এমন বড় ধরনের মহড়ায় সংসদ পংকজ নাথ বিরোধীদের ঢল নামে। সমাবেশে ছিলেন জেলা আওয়ামী লীগের নেতারা।

দুপুরে মুক্তিযোদ্ধা পার্কে মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ড. শাম্মী আহমেদ জানান, তাঁর বাবা সাবেক সাংসদ মহিউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমার বাড়ির দরজা যেন মেহেন্দীগঞ্জবাসীর জন্য খোলা থাকে।’ ড. শাম্মী বলেন, ‘মেহেন্দীগঞ্জবাসী আমাদের পরিবারের হৃদয়ে। আমরা ছিলাম, আছি, থাকব।’

স্থানীয় সাংসদ পংকজকে ইঙ্গিত করে বলেন, ‘বুকে রক্তক্ষরণ হয় যখন দেখি আমার বাবার প্রিয় আসন মেহেন্দীগঞ্জ সন্ত্রাস, মাদকের ঘাঁটি হয়ে ওঠে। আপনারা সন্ত্রাস মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, মেহেন্দীগঞ্জে কি বিরোধী দলের কোনো নেতা-কর্মী অত্যাচারিত হয়েছেন?’ এ সময় নেতা-কর্মীরা উঁচু স্বরে বলেন, ‘না না।’ ড. শাম্মী বলেন, ‘অত্যাচারীতে হয়েছেন আমার আওয়ামী লীগ নেতা-কর্মী। কেন আপনারা এই বিভেদের পথে পা বাড়ান। কেউ যদি আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান তবে তাকে না বলুন।’

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ তালুকদার মো. ইউনুস বলেন, শাম্মী আহমেদ এসেছেন, মেহেন্দীগঞ্জ জেগেছে। মেহেন্দীগঞ্জবাসীকে আবার নতুনভাবে সংগঠিত হতে হবে। তিনি সাংসদ পংকজকে উদ্দেশ্য করে বলেন, অত্যাচারীকে ভুলে যেতে হবে আজ থেকে এখানে কোনো ধরনের অসংগঠনিক কার্যক্রম চলবে না। যাঁরা সংগঠন বিরোধী কার্যকলাপ করবেন তাঁদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, যাঁরা সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হামলা নির্যাতন করেছেন, তাঁরা অতীত থেকে শিক্ষা নেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গির, সহসভাপতি আফজালুল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহাব আহম্মেদ।

এ ব্যাপারে সাংসদ পংকজের ঘনিষ্ঠ সহচর মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম ভুলু বলেন, কেন্দ্রীয় নেতারা, জেলার নেতারা এসেছেন। অথচ তাঁরা স্থানীয় নেতারা দাওয়াত পাননি। সাংসদ পংকজকেও দাওয়াত দেননি। তাঁরা যে বক্তব্য দিয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। ওই সমাবেশে বিএনপি নেতারাও এসেছে। নৌকাকে হারিয়েছে এমন বহিষ্কৃত হওয়া চেয়ারম্যান নিজাম উদ্দিনও বক্তব্য দিয়েছেন।

খোরশেদ আলম ভুলু আরও বলেন, ‘আমরাও সমাবেশ করব। তখন বলব কে কাকে অত্যাচার করেছে। ওই সমাবেশে বরিশাল ঢাকা ছাড়া স্থানীয় আওয়ামী লীগের কয়জন নেতা ছিল’। তিনি দাবি করেন, সাংসদ পংকজের দুই মেয়াদে মেহেন্দীগঞ্জে সন্ত্রাস নেই। বরং তাঁরা বরিশাল বসে কমিটি করে অগঠনতান্ত্রিক কর্মকাণ্ড করেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির সদস্য ডা. শাম্মী আহমেদের অনুসারী সৈয়দ মনির বলেন, সমাবেশের আয়োজন করেছে মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও উলানীয়া আওয়ামী লীগ। তারা কাকে দাওয়াত দিল, না দিল তা দেখার বিষয় না।

এ ব্যাপারে সমাবেশে উপস্থিত বিশেষ অতিথি বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার গণজোয়ার সৃষ্টি করতে মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগের এই বড় সমাবেশ। এ সমাবেশের মাধ্যমে মেহেন্দীগঞ্জ আওয়ামী লীগ সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। দীর্ঘদিন ধরে আমাদের নৌকার লোকজনকে এখানে নির্যাতন করা হচ্ছে। যাঁরা নৌকার বিরোধিতা করে তাদের কেন দাওয়াত দেওয়া হবে?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ